টেলিকম

আনলিমিটেড কল, ইন্টারনেট সহ বিনামূল্যে OTT পরিষেবা, Jio গ্রাহকদের জন্য বাম্পার দুই প্ল্যান

Published on:

Jio offer two recharge plans with free 12 ott services under rs 500

টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। এর মধ্যে কয়েকটি প্ল্যান রিচার্জ করলে সম্পূর্ণ বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এমনকি গ্রাহকরা জিও টিভি প্রিমিয়ামও কোনো অতিরিক্ত অর্থ ব্যয় না করে দেখতে পাবেন। এই প্ল্যানগুলির বিশেষ দিক হল এখানে এক ডজন পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বিনামূল্যে দেখা যায়। আসুন প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

175 টাকায় Jio-র ফ্রি ওটিটি প্ল্যান

রিলায়েন্স জিও-র এই ডেটা-অনলি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। পুরো ভ্যালিডিটি জুড়ে মোট 10 জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানটি যে কোনও অ্যাক্টিভ প্ল্যানের সাথে রিচার্জ করা যাবে। এর মাধ্যমে অতিরিক্ত ডেটা সহ 10 টি ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে উপভোগ করা যাবে।

WhatsApp Community Join Now

এই প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে সোনি লিভ, জি ফাইভ, জিও সিনেমা প্রিমিয়াম, লায়ন্সগেট প্লে, ডিসকভারি +, সান এনএক্সটি, কাঞ্চা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল, হইচই এবং জিও টিভি ইত্যাদি।

Jio-র বিনামূল্যে ওটিটি প্ল্যান 448 টাকায়

আপনি যদি প্রতিদিন বেশি ডেটা সহ বিনামূল্যে ওটিটি পরিষেবা উপভোগ করতে চান, তাহলে 448 টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। এই প্ল্যানে 28 দিন ধরে 2 জিবি ডেটা ও রোজ 100 টি এসএমএস পাওয়া যায়। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। আবার অতিরিক্ত সুবিধা হিসেবে 28 দিনের জন্য 12টি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে।

এরমধ্যে রয়েছে সোনি লিভ, জি ফাইভ, জিও সিনেমা প্রিমিয়াম, লায়ন্সগেট প্লে, ডিসকভারি +, সান এনএক্সটি, কাঞ্চা লঙ্কা, প্ল্যানেট মারাঠি, চৌপাল, হোইচোই, ফ্যানকোড এবং জিও টিভি। জিও টিভি অ্যাপের মাধ্যমে সমস্ত পরিষেবা পাওয়া যাবে এবং মাই জিও অ্যাকাউন্টে জিও সিনেমা প্রিমিয়ামের একটি কুপন পাওয়া যাবে। এখানে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন