মোবাইল

বাজেটের মধ্যে সবচেয়ে মজবুত ফোন, Infinix Smart 9 HD দুর্দান্ত ক্যামেরা সহ বাজারে আসছে

Published on:

Infinix smart 9 hd render design images suggest key specifications colour launch date

ইনফিনিক্স শীঘ্রই একটি বাজেট ফোন Infinix Smart 9 HD লঞ্চ করতে চলেছে। এটি 2023 এর ডিসেম্বরে ভারতে আসা Infinix Smart 8 HD-র উত্তরসূরি হিসাবে ভারতে লঞ্চ হতে পারে। যদিও সংস্থাটি এখনও স্মার্ট 9 এইচডি সম্পর্কে কিছু জানায়নি, তবে একটি রিপোর্ট থেকে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টে আসন্ন ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি এর ডিজাইনের পাশাপাশি এর সম্ভাব্য লঞ্চের তারিখ জানানো হয়েছে। জানা গেছে এটি সেগমেন্টের “সবচেয়ে টেকসই ফোন” হিসাবে আসতে পারে।

Infinix Smart 9 HD ভারতে কবে লঞ্চ হতে পারে

91 মোবাইলস জানিয়েছে যে ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি আগামী সপ্তাহে অর্থাৎ 17 জানুয়ারি ভারতে লঞ্চ হতে হতে চলেছে। ফলে আশা করা যায় শীঘ্রই এই ফোনের অফিসিয়াল টিজার শেয়ার করা হবে।

WhatsApp Community Join Now

চারটি কালারে আসতে পারে Infinix Smart 9 HD

রিপোর্টে স্মার্টফোনটির ডিজাইন রেন্ডারও ফাঁস করা হয়েছে। জানা গেছে এটি চারটি কালার অপশনে পাওয়া যাবে। এগুলি হল কোরাল গোল্ড, মেটাল ব্ল্যাক, মিন্ট গ্রীন এবং নিও টাইটানিয়াম। জানা গেছে ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি ফোনে মাল্টিলেয়ার গ্লাস ব্যাক প্যানেল থাকবে। এটি ফ্ল্যাট এজ ডিজাইন সহ আসবে।

Infinix smart 9 hd render design images

ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে

ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি এর ফাঁস হওয়া রেন্ডারে দেখা গেছে, এর পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে দুটি ক্যামেরা দেওয়া হবে। দুটি বৃত্তাকার রিয়ার সেন্সরের পাশাপাশি ডিম্বাকৃতি এলইডি ফ্ল্যাশ ইউনিট দেখা যাবে। মডিউলটির ভিতরে “ক্রিস্টাল ক্লিয়ার এফ = 1.8 ক্যামেরা” লেখা থাকবে।

সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ফোন হবে Infinix Smart 9 HD

ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি এই সেগমেন্টের সবচেয়ে টেকসই ফোন হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ডিভাইসটি 1.5 মিটার উচ্চতা থেকে ছয়টি সাইড ড্রপ পরীক্ষায় এবং 250,000 এরও বেশি এলোপাথাড়ি ড্রপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে ফোনটির দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে এটি 10 হাজার টাকার কমে আসবে বলেই আমাদের অনুমান।

Photo Credit: 91mobiles

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন