অটোকার

নতুন Pulsar RS200 নাকি Yamaha R15, ফিচার্স, পাওয়ার ও দামের নিরিখে সেরা কে

Published on:

bajaj-pulsar-rs200-vs-yamaha-r15-specs-features-price-comared

সদ্য লঞ্চ হয়েছে Bajaj Pulsar RS200-এর নতুন ভার্সন। এটি স্পোর্টস কমিউটার বাইক বলতে পারেন। আকর্ষণীয় লুক ও দুরন্ত ফিচার্স-ইঞ্জিন নিয়ে এটি বাজারে হাজির করেছে বাজাজ। এই মোটরসাইকেল যাকে টক্কর দিতে পারে সেটি জনপ্রিয় টু হুইলার Yamaha R15। তরুণদের প্রিয় বাইক-কে কি আদৌ পিছনে ফেলবে RS200? চলুন দুই বাইকের ফিচার্স ও পারফরম্যান্সের তুলনা দেখে নেওয়া যাক।

Bajaj Pulsar RS200 বনাম Yamaha R15

ইঞ্জিন : পালসার আরএস200-তে রয়েছে 199.5 সিসি সিঙ্গেল স্পার্ক, 4 ভালভ লিকুইড-কুলড ইঞ্জিন, যা 9750 আরপিএম-এ 24.1 হর্সপাওয়ার এবং 8000 আরপিএম-এ 18.74 এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

WhatsApp Community Join Now

অন্যদিকে, ইয়ামাহা YZF-R15 V4 এ রয়েছে একটি 155 সিসি 4 ভালভ লিকুইড-কুলড ইঞ্জিন, যা 10,000 আরপিএম-এ 18.1 হর্সপাওয়ার শক্তি এবং 14.2 Nm টর্ক উৎপন্ন করে। সঙ্গে মজুত 6 স্পিড গিয়ারবক্সের সাথে একটি অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

ফিচার্স : নতুন Pulsar RS200-এ রয়েছে একটি আপগ্রেডেড ডিজিটাল LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল SMS এলার্ট এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর। এতে স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS এবং একাধিক রাইড মোড – রোড, রেইন এবং অফরোড।

অপরদিকে, Yamaha R15-এ রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ, কল SMS ইমেল এলার্ট, ফোনের ব্যাটারি লেভেল চেক করার সুবিধা, রিয়েল-টাইম জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ অনুস্মারক এবং পার্কিং অবস্থানের জন্য নোটিফিকেশন। এতেও রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল এবং দুটি রাইড মোড – ট্র্যাক এবং স্ট্রিট।

দাম : নতুন Bajaj Pulsar RS200 এর দাম 1,84,115 টাকা (এক্স-শোরুম)। আর Yamaha R15 এর দাম 1,88,600 টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ সবদিক বিচার করলে দুই বাইকের মধ্যে পালসার ভ্যালু-ফর-মানি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন