অটোকার

দেখতে পুরো বিদেশি বাইক! বাজার কাঁপাতে এই মাসেই লঞ্চ হতে পারে হিরোর নতুন এক্সট্রিম

Published on:

hero-xtreme-250r-may-launch-at-bharat-mobility-global-expo-2025

এ মাসেই প্রকাশ হবে Hero Xtreme 250R স্ট্রিটফাইটার বাইক। Bharat Mobility Global Expo 2025 অনুষ্ঠানে এই স্পোর্টস বাইক উন্মোচন করা হবে। এটি কোম্পানির সবথেকে বড় স্ট্রিটফাইটার বাইক হতে চলেছে। 2023 সালে ইতালির মিলান মোটরসাইকেল শো-তে বাইকটি Xtunt 2.5R নামে প্রকাশ করেছিল হিরো মটোকর্প।

এই মোটরসাইকেলে থাকবে নতুন 250 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। বাইকটি আসন্ন ভারত মোবিলিটিতে উন্মোচন করার খবর পাওয়া গেলেও, কবে এটি অফিশিয়ালি লঞ্চ হবে তা এখনও জানায়নি কোম্পানি। আপাতত জানা গিয়েছে, প্রিমিয়াম মোটরসাইকেল বিভাগে লঞ্চ হবে এই টু হুইলার।

WhatsApp Community Join Now

Hero Xtreme 250R : সম্ভাব্য বৈশিষ্ট্য

তীক্ষ্ণ ডিজাইন ও মাসকুলার বডি হবে এই বাইকের। মিলবে LED হেডলাইট এবং স্প্লিট সিট। বাইকে থাকবে অ্যাসথেটিক ডিজাইন। এতে পাওয়া যাবে 250 সিসি লিকুইড কুল্ড DOHC 4 ভাল্ভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 29.5 হর্সপাওয়ার এবং 25 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। হিরোর দাবি অনুযায়ী, বাইকটি 0-60 কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেবে 3.25 সেকেন্ড।

বাইকের সামনে মিলবে USD ফর্ক ও পিছনে 6 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবেল মনোশক সাসপেনশন। দুটি করে ডিস্ক ব্রেক এবং ABS মোড পাওয়া যাবে বাইকে। ফিচার্স থাকতে পারে TFT ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ/স্মার্টফোন কানেক্টিভিটি, কল SMS এলার্ট এবং নেভিগেশন। 250 সিসি নেকেড স্ট্রিটফাইটার সেগমেন্টে এই বাইক টক্কর দেবে Bajaj N250, KTM 250 Duke এবং Suzuki Gixxer 250 মোটরসাইকেলগুলিকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন