রিয়েলমি সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই চীনে Realme Neo 7 SE নামে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এতে ডাইমেনসিটি 8400-ম্যাক্স চিপসেট থাকবে। অর্থাৎ এটি Realme Neo 7 এর সস্তা ভ্যারিয়েন্ট হবে, যেখানে ডাইমেনসিটি 9300+ ব্যবহার করা হয়েছিল। প্রসেসর ছাড়া এসই মডেল সম্পর্কে রিয়েলমি এই মুহূর্তে আর কোনো তথ্য প্রকাশ করেনি। তবে চীনের এমআইআইটি (MIIT) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের ডেটাবেসে আজ এই Realme Neo 7 SE কে দেখা গিয়েছে। ডেটাবেস থেকে এই ডিভাইসের ছবি সহ ডিজাইন সামনে এসেছে।
Realme Neo 7 SE এমন দেখতে
ছবিতে দেখা গেছে, RMX5080 মডেল নম্বরের রিয়েলমি নিও 7 এসই এর সামনের দিকে ফ্ল্যাট OLED প্যানেল থাকবে। আর পিছনে এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এমআইআইটি সার্টিফিকেশন থেকে আরও জানা গেছে যে এই ডিভাইসে 6850mAh (রেটেড ভ্যালু) ব্যাটারি দেওয়া হবে।
Realme Neo 7 SE এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
গিজমোচায়নার রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি নিও ৭ এসই স্মার্টফোনে থাকবে OLED প্যানেল, যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। Neo 7 এর মতো, SE ভার্সনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য, এতে অপটিক্যাল-টাইপ শর্ট-ফোকাস ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
ডাইমেনসিটি 8400-ম্যাক্স প্রসেসর সহ ফোনটি রেডমি টার্বো 4 এর সাথে প্রতিযোগিতা করবে। রেডমির এই স্মার্টফোনে ডাইমেনসিটি 8400-আল্ট্রা চিপসেট রয়েছে। এছাড়া রিয়েলমি ডিভাইসে 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকতে পারে।