মোবাইল

10 হাজার টাকা পর্যন্ত ছাড়ে সেরা ফটোগ্রাফির iPhone 16 থেকে Pixel 9 Pro ফোন, দেখুন অফার

Published on:

iPhone 16 to Pixel 9 Pro phones at up to Rs 10000 off check offers

আপনি যদি কিছুটি কম দামে প্রিমিয়াম সেগমেন্টের ফোন কিনতে চান তাহলে সুখবর। ফ্লিপকার্টে এখন অ্যাপল আইফোন 16 এবং গুগল পিক্সেল 9 প্রো এখন বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে। এই ডিভাইস দুটি ফ্লিপকার্ট থেকে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। ক্যাশব্যাকও মিলছে। উপরন্তু, স্মার্টফোন দুটি এক্সচেঞ্জ বোনাস সহ কেনা যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে উপলব্ধ ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

Google Pixel 9 Pro

গুগল পিক্সেল 9 প্রো এর 16 জিবি র‌্যাম এবং 256‌ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 1,09,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 10,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। আবার অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে 63,600 টাকা বেনিফিট দেওয়া হবে। নো-কস্ট ইএমআইতেও এই ফোন কেনা যাবে।

WhatsApp Community Join Now

ফিচারের কথা বললে এই স্মার্টফোনে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 42 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি G4 টেনসর চিপে চলে। এতে 6.3 ইঞ্চি ডিসপ্লে এবং 4700mAh ব্যাটারি রয়েছে।

Apple iPhone 16

এদিকে iPhone 16 এর হোয়াইট কালার অপশন ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ছাড় সহ 74,900 টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে এর দাম আরও 4,000 টাকা পর্যন্ত কমানো যাবে। ইউপিআই ট্র্যানজ্যাকশনে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

এক্সচেঞ্জ অফারে পাওয়া যাবে 63,600 পর্যন্ত ডিসকাউন্ট। স্পেসিফিকেশনের কথা বললে, আইফোন 16 মডেলে 6.1-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 12-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে পারফরম্যান্সের জন্য A18 চিপসেট ব্যবহার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন