অটোকার

বাইক কিনলে পেয়ে যান 12,500 টাকার ফ্রি অ্যাক্সেসরিজ, এই অফার কার কেউ দেবে না

Published on:

triumph-scrambler-400x-year-end-free-accesories-offer-extended-till-31-january

যারা ট্রায়াম্ফ কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের জন্য সুখবর। ব্রিটিশ সংস্থাটি দেশে Scrambler 400X মডেলে উপলব্ধ ইয়ার-এন্ড অফারের ভ্যালিডিটি বাড়িয়েছে। কোম্পানি গত মাসে জানিয়েছিল, এই মোটরসাইকেলের সঙ্গে 12,500 টাকার অ্যাক্সেসরিজ বিনামূল্যে পাওয়া যাবে। এই অফার 31 ডিসেম্বর অব্দি বৈধ ছিল। তবে, এখন জানা গিয়েছে, অফারটি 31 জানুয়ারি পর্যন্ত চলবে।

Triumph Scrambler 400X ফ্রি অ্যাক্সেসরিজ অফার

ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X-এর ফ্রি অ্যাক্সেসরিজের মধ্যে রয়েছে লোয়ার ইঞ্জিন বার, হাই মাডগার্ড কিট, কোটেড উইন্ডস্ক্রিন, লাগেজ র‍্যাগ কিট, ট্যাঙ্ক প্যাড ও ট্রায়াম্ফ ব্র্যান্ডের একটি টি-শার্ট। বর্তমানে মোটরসাইকেলটির দাম 2.64 লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকের বিক্রি বাড়াতেই অফারের মেয়াদ বৃদ্ধি বলে অনুমান করা হচ্ছে।

WhatsApp Community Join Now

জানিয়ে রাখি, Scrambler 400X পার্ল মেটালিক হোয়াইট ফ্যান্টম ব্ল্যাক/সিলভার আইস, ম্যাট খাকি গ্রিন/ফিউশন হোয়াইট ও কার্নিভাল রেড/ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। এই বাইকে 398.15 সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন বর্তমান। এটি থেকে 8,000 আরপিএমে 39.5 বিএইচপি ও 6,500 আরপিএমে 37.5 এনএম টর্ক পাওয়া যায়। সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স রয়েছে।

ট্রায়াম্ফের এই বাইকটি হাইব্রিড টিউবুলার পেরিমিটার ফ্রেমের উপর নির্মিত। সামনে 43 মিমি ইউএসডি বিগ পিস্টন ফর্ক ও গ্যাস চার্জড মনোশক ইউনিট আছে। দুই দিকেই সাসপেনশনের ট্রাভেল 150 মিমি৷ ফিচার্সের মধ্যে পাবেন সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সুইচেবল ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, ফুল-এলইডি লাইট ও একটি টাইপ-সি চার্জিং পোর্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন