টেলিকম

বিনামূল্যে YouTube Premium, জব্বর অফার আনল Jio, কারা কারা পাবেন জানুন

Updated on:

ইউটিউবে ভিডিয়ো দেখার মাঝে বিজ্ঞাপন বড়ই বিরক্তিকর। কিন্তু YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে সেই বিজ্ঞাপন দেখতে হয় না। কোনও বাধা ছাড়াই স্ট্রিমিং করা যায়। তাছাড়া ইউটিউব প্রিমিয়ামে এখন একাধিক এক্সক্লুসিভ সিনেমা দেখা যায়। তবে এর জন্য মাস গেলে দিতে হয় সাবস্ক্রিপশনের টাকা। কিন্তু আপনার যদি জিও কানেকশন থাকে তাহলে এই সুবিধা একদম বিনামূল্যে পেয়ে যাবেন।

নয়া অফার আনল রিলায়েন্স জিও। দু-এক মাসের জন্য নয়, দুই বছর বিনামূল্যে পাওয়া যাবে YouTube Premium সাবস্ক্রিপশন। দেশজুড়ে 49 কোটি গ্রাহক রয়ের কোম্পানির। টেলিকম পরিষেবা ছাড়াও ব্রডব্যান্ড পরিষেবাও দিয়ে থাকে জিও। এবার সেই সমস্ত গ্রাহকদের জন্য এই অফার আনল মুকেশ আম্বানির সংস্থা।

WhatsApp Community Join Now

বিনামূল্যে 2 বছর YouTube প্রিমিয়াম : সুযোগ দিচ্ছে জিও

কোম্পানি জানিয়েছে, জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার ব্যবহারকারীরা বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম উপভোগ করতে পারবেন। অফারটি আজ থেকেই (11 জানুয়ারি, 2025) শুরু হয়েছে। কোনও বাড়তি খরচ ছাড়াই দুই বছরের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে। যেখানে বিজ্ঞাপন-মুক্ত ভিডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি 24 মাসের জন্য ইউটিউব অরিজিনালসে নিরবচ্ছিন্ন এবং এক্সক্লুসিভ অ্যাক্সেস পাবেন।

আপনাদের জানিয়ে রাখি, ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন খরচ প্রতি মাসে 149 টাকা। এটি থাকলে বিজ্ঞাপন মুক্ত ভিডিয়ো দেখা যায়, ডাউনলোড করা যায়, ব্যাকগ্রাউন্ডে ভিডিয়ো প্লে করা যায়।

কারা কারা সুবিধাটি পাবেন?

সকল জিও ফাইবার ও এয়ার ফাইবার গ্রাহকদের জন্য অফারটি আনা হয়েছে। এর জন্য নিম্নলিখিত রিচার্জগুলি করতে হবে।

888 টাকা

1,999 টাকা

1,4999 টাকা

2,499 টাকা

3,499 টাকা

এই প্ল্যানগুলি কেবল উচ্চ-গতির ইন্টারনেট দেয় না, বরং প্রিমিয়াম বিনোদন সুবিধাও নিশ্চিত করে। জিও এর ওয়েবসাইট থেকে রিচার্জগুলি করে বিনামূল্যে দুই বছর ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপভোগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন