বিশ্বের প্রথম CNG বাইক Bajaj Freedom 125 লঞ্চ হওয়ার 6 মাস 5 দিনের মাথায় 40 হাজার বিক্রির মাইলস্টোন স্পর্শ করল কোম্পানি। 10 জানুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, বাইকটির মোট 40,206টি ইউনিট বিক্রি হয়েছে দেশে। প্রথম CNG বাইক হিসাবে এই পরিসংখ্যানকে বড় সাফল্য হিসাবে দেখছে Bajaj Auto।
ফ্রিডমকে পরিবেশ-বান্ধব বাইক হিসাবে দাবি করেছে কোম্পানি। শীঘ্রই বিদেশে রফতানি করা হবে Freedom 125। বিক্রির তথ্য বলছে, লঞ্চের পর থেকে বাইকের সেরা বিক্রি হয়েছে উৎসবের মরশুমে। অর্থাৎ 2024 সালের অক্টোবর-নভেম্বরে। অক্টোবরে 11,073 ইউনিট। তার পর নভেম্বরে বিক্রি হয়েছে 12,141 ইউনিট। এই দুই মাসের পরিসংখ্যান মোট বিক্রির 58%। ডিসেম্বরে বিক্রি কিছুটা কমেছে।
Bajaj Freedom 125 CNG বাইকের মাইলেজ ও দাম
Bajaj Freedom 125 মোটরসাইকেলে রয়েছে 125 সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা 9.5 হর্সপাওয়ার শক্তি এবং 9.7 এনএম টর্ক উৎপন্ন করে, সঙ্গে 5 স্পিড গিয়ারবক্স। Bajaj Auto এর দাবি, যে CNG তে চলার সময় বাইকটির সর্বোচ্চ গতি 90.5 কিমি প্রতি ঘণ্টা এবং পেট্রল পাওয়ারে স্যুইচ করলে, 93.4 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে।
কোম্পানির আরও দাবি, যে Freedom 125 ICE মোটরসাইকেলের তুলনায় 50% পর্যন্ত খরচ বাঁচাতে সক্ষম। প্রতি কিলোমিটারে 1 টাকা পর্যন্ত খরচ কমায়। এতে রয়েছে 2 কেজি CNG ট্যাঙ্ক, যা 200 কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করে। উপরন্তু, বাইকটির 2 লিটার পেট্রল ট্যাঙ্ক একটি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করে। CNG ট্যাঙ্ক খালি হয়ে গেলে 130 কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করে পেট্রল ট্যাঙ্ক।
সবমিলিয়ে 330 কিলোমিটার মাইলেজ বাইকের। যদিও শহর ও হাইওয়েতে মাইলেজের মধ্যে পার্থক্য দেখা যেতে পারে। কারণ দুই জায়গার পরিস্থিতি আলাদা। বাজাজ জানিয়েছে, নির্গমনের দিক থেকে, পেট্রোল-ইঞ্জিনযুক্ত বাইকের তুলনায়, ফ্রিডম 26.7% কম CO2 নির্গমন করে, 85% কম NMHC (নন-মিথেন হাইড্রোকার্বন) এবং 43% কম NOx (নাইট্রোজেন অক্সাইড) নির্গমন করে। বাজারে এই বাইকের দাম 89,997 টাকা থেকে 1.10 লক্ষ টাকা (এক্স-শোরুম)।