ইভি স্টার্টআপ সংস্থা Okaya EV নিজেদের রি-ব্র্যান্ডিং করতে চলেছে OPG Mobility নামে। এই কোম্পানি Ferrato ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার বিক্রি করবে। ইতিমধ্যে একটি ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে কোম্পানি, যার নাম Disruptor। কোম্পানি এবার ঘোষণা করেছে, আসন্ন ভারত মোবিলিটি এক্সপো-তে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে। যার নাম দেওয়া হয়েছে Ferrato Defy 22। এই স্কুটারের টিজার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।
Ferrato Defy 22 লঞ্চ হবে ভারত মোবিলিটি এক্সপো-তে
টিজার দেখা গিয়েছে, স্কুটারের চারটি LED ডে টাইম রানিং ল্যাম্প। দুটি রয়েছে অ্যাপ্রোনের উপর ও বাকি দুটি হ্যান্ডেলবারে। এটি উজ্জ্বল লাল রংয়ের সঙ্গে আসতে চলেছে, তবে আশা করা হচ্ছে অন্যান্য রংয়ের বিকল্পও থাকবে। স্কুটারে পাওয়া যাবে LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে গতি, ব্যাটারি লেভেল এবং স্কুটারটি পার্কে বা বিপরীত আছে কিনা তা দেখা যাবে। এছাড়াও পাওয়া যাবে LED টার্ন ইন্ডিকেটর-সহ একটি LED টেল ল্যাম্প।
ওপিজি মোবিলিটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আনশুল গুপ্ত জানিয়েছেন, “Ferrato Defy 22 একটি ইলেকট্রিক স্কুটারের চেয়েও বেশি কিছু। ভারতের মতো একটি প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় দেশে, এটি OPG মোবিলিটির ক্ষমতায়ন এবং উদ্ভাবনের মূল মানগুলিকে প্রতিফলিত করে। এর সাহসী এবং উৎকৃষ্ট নকশা, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য অতুলনীয়। এটি একটি প্রগতিশীল এবং গতিশীল ভারতের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের লক্ষ্য হল বৈদ্যুতিক গতিশীলতার ভবিষ্যত গঠন করা এবং ভারতীয়দের জন্য একটি ব্যতিক্রমী রাইডিং অভিজ্ঞতা দেওয়া।”
উল্লেখ্য, Ferrato ব্র্যান্ডের অধীনে, উচ্চ-গতির Faast F4, F3, F2T, F2F, এবং F2B এর মতো ইলেকট্রিক স্কুটারগুলির পাশাপাশি, কম গতির ফ্রিডাম LI বিক্রি করা হবে বলে ঘোষণা করা হয়েছে। ডিসরাপ্টর ইলেকট্রিক মোটরসাইকেলও একই ব্র্যান্ডের একটি অংশ। Ferrato Disruptor এর দাম এই মুহূর্তে 1.60 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
বর্তমানে, দিল্লি, গুরগাঁও, চেন্নাই, আহমেদাবাদ, পুনে এবং ব্যাঙ্গালোরে পাওয়া যাচ্ছে এই বাইক। ফেরাটো ডিসরাপ্টারে রয়েছে 6.4 কিলোওয়াট পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর (PMSM), যা 228 এনএম পিক টর্ক আউটপুট এবং 45 এনএম রেগুলার টর্ক প্রদান করে। কোম্পানির দাবি, যে এই মোটরসাইকেলের সর্বোচ্চ গতি 95 কিমি প্রতি ঘণ্টা।