আসন্ন রিপাবলিক ডে উপলক্ষে ফ্লিপকার্ট নিয়ে এসেছে মনুমেন্টাল সেল। আগামী 13 জানুয়ারি থেকে সবার জন্য এই সেল শুরু হতে চলেছে। তবে সেল শুরু হওয়ার আগেই ফ্লিপকার্ট কিছু আর্লি বার্ড ডিলের বিষয়ে জানিয়েছে। আপনি যদি নতুন ফোন কিনতে চান তাহলে এই ডিলগুলি কাজে লাগাতে পারেন।
1. Moto G45 5G (8/128GB)
এই ফোনটি সেলে 10,999 টাকায় পাওয়া যাবে। এতে আছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 6s জেন 3 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।
2. CMF Phone 1 (8GB)
এই ফোনটি ফ্লিপকার্ট মনুমেন্টাল সেলে 13,999 টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি 7300 5G প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।
3. Moto G64 5G (8/128GB)
সেলে মোটোরোলার ডিভাইসটি 12,999 টাকায় বিক্রি হবে। এতে আছে 6.5 ইঞ্চি ডিসপ্লে, ওআইএস সহ 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি 7025 প্রসেসর এবং 6000mAh ব্যাটারি।
4. Redmi 13C 5G (4/128GB)
এই ফোনটি সেলে 8,999 টাকায় পাওয়া যাবে। এতে রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি 6100+ প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।
5. Infinix Note 40X 5G (12/256GB)
ফ্লিপকার্ট মনুমেন্টাল সেলে 12,249 টাকায় পাওয়া যাবে ইনফিনিক্স নোট 40X 5G। এতে ফিচার হিসেবে আছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, 108 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি 6300 প্রসেসর এবং 5000mAh ব্যাটারি।