রেশন কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট প্রকাশ করা হয়েছে। বর্তমানে দেশের কয়েক কোটি মানুষ রেশন কার্ড ব্যবহার করেন। এবার তারা কোনও জটিলতা ছাড়া, পরিবারের যেকোনও সদস্যের নাম রেশন কার্ডে যুক্ত করতে পারবেন। Mera Ration অ্যাপ 2.0 এর মাধ্যমে গোটা প্রক্রিয়া অনলাইনে আরও সহজ করা হয়েছে।
কী কী ডকুমেন্ট লাগবে?
রেশন কার্ডে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য, কিছু ডকুমেন্ট লাগবে। ডিজিটাল ফর্ম্যাটে সেগুলি প্রস্তুত রাখবেন। যেমন : নতুন সদস্যের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক, আয়ের শংসাপত্র, জাতি শংসাপত্র, ঠিকানার প্রমাণ, সক্রিয় মোবাইল নম্বর, পাসপোর্ট ছবি।
রেশন কার্ড আপডেট করার পদ্ধতি
প্রথমে আপনার রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করতে, গুগল প্লে স্টোর থেকে মেরা রেশন অ্যাপ 2.0 ডাউনলোড করুন। ইনস্টল হয়ে গেলে, আপনি বাড়ি বসেই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করতে পারবেন।
ইনস্টল করার পর আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে, যা যাচাইকরণের জন্য ব্যবহার করা হবে। যাচাইকরণের পর, বারবার আধার কার্ড চেক করাতে যাতে না হয়, তার জন্য অ্যাপে একটি MPIN সেট করতে হবে। একবার সেট হয়ে গেলে, আপনি সহজেই অ্যাপের ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারবেন।
এবার, ড্যাশবোর্ডে “পরিবারের বিবরণ” অপশনে ক্লিক করুন। সেখানে আপনার রেশন কার্ডের বিবরণ এবং পরিবারের সকল সদস্য তালিকাভুক্ত দেখতে পাবেন। “নতুন সদস্য যোগ করুন” অপশনে ক্লিক করুন। তার পর ফর্মটি পূরণ করুন এবং জমা দেওয়ার বাটনে ক্লিক করার আগে, প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
ফর্মটি জমা দেওয়ার পরে, অ্যাপের মাধ্যমে আপনার আবেদনের স্টেটাস যাচাই করতে পারবেন। সেখানে গোটা আবেদন ঠিক ভাবে এগিয়ে চলেছে কিনা তা নিশ্চিত করা যাবে।