গ্যাজেট

বাজেট 6000-6500 টাকা? আপনার জন্য সেরা তিন Smart TV দেখে নিন

Published on:

Budget 6000-6500 best three smart tvs you can buy from Flipkart

আপনি যদি বাজেটের মধ্যে নতুন LED Smart TV কিনতে চান, তাহলে ফ্লিপকার্টে আপনার জন্য কিছু দুর্দান্ত বিকল্প রয়েছে। আপনি এই ই-কমার্স সাইট থেকে 6,000 থেকে 6,500 টাকার মধ্যে টিভি কিনতে পারবেন। এই প্রতিবেদনে আমরা এই রেঞ্জের বেশ কয়েকটি টিভির কথা বলবো। তবে দাম কম হলেও এই সাশ্রয়ী মূল্যের টিভিগুলিতে দুর্দান্ত সাউন্ড এবং ভালো ডিসপ্লে পাওয়া যাবে। চলুন এই টিভিগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

6000-6500 টাকার মধ্যে কিনুন LED Smart TV

Thomson Alpha 60 cm (24 Inch) HD Ready LED Smart Linux TV

থমসনের এই টিভি ফ্লিপকার্টে 6399 টাকায় পাওয়া যাচ্ছে। এতে 1366 x 768 পিক্সেল রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাউন্ডের জন্য এতে 20 ওয়াটের সাউন্ড আউটপুট পাওয়া যাবে। কানেক্টিভিটি অপশনের কথা বললে এতে ওয়াই-ফাই, মিরাকাস্ট, এইচডিএমআই এবং ইউএসবির মতো বিকল্প অন্তর্ভুক্ত আছে।

WhatsApp Community Join Now

KODAK Special Edition 60 cm (24 inch) HD Ready LED Smart Linux TV 2024 Edition

ফ্লিপকার্টে এই টিভির দাম 6,499 টাকা। ফিচারের কথা বললে, এই টিভিতে 60Hz রিফ্রেশ রেট সহ এইচডি রেডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি চমৎকার সিনেম্যাটিক পিকচার কোয়ালিটি অফার করে। পাতলা বেজেল সহ আসা এই টিভিতে পাওয়া যাবে মালি G31 জিপিইউ এবং কোয়াড কোর প্রসেসর। এতে 20 ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে।

InnoQ Sounbar 60 cm (24 inch) HD Ready LED Smart Android TV

ফ্লিপকার্ট থেকে এই টিভিটি 6290 টাকায় কেনা যাবে। এতে 1366 x 768 পিক্সেল রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে আছে। এটি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাউন্ডের জন্য এই টিভিতে থান্ডার অডিওর সাথে 30W সাউন্ড আউটপুট পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য, এতে ওয়াই-ফাই, এইচডিএমআই, ইউএসবির মতো বিকল্প উপস্থিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন