টেলিকম

কোনো ইন্টারনেট নেই, গ্রাহকদের কথা ভেবে কেবল কলিং ও SMS আনল BSNL

Published on:

Bsnl launches call and sms only plan without data benefits after trai announcement

যাদের ডেটার দরকার নেই তাদের জন্য শুধু কলিং ও SMS-সহ রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিয়েছে ট্রাই। সেই নিয়ম কার্যকর হওয়ার আগেই ডেটাহীন নয়া রিচার্জ প্ল্যান হাজির করল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এই ধরনের রিচার্জ ব্যবহারকারীরা বেশ কিছুদিন ধরেই অনুরোধ করে আসছেন। কারণ ডেটা যোগ হওয়ার ফলে রিচার্জের দাম অনেকটা বেড়ে যায়। তাই তারা চেয়েছিলেন ইন্টারনেট পরিষেবা ছাড়া শুধু কলিং ও SMS থাকবে এমন রিচার্জ আনা হোক।

বছরের পর বছর লক্ষ লক্ষ ব্যবহারকারীরা জিও, এয়ারটেল এবং ভিআই-এর মতো টেলিকম সংস্থার কাছ থেকে কেবল ভয়েস কলিং প্রদানকারী রিচার্জ প্ল্যানের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আসছেন। প্রচুর মানুষ রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করেন না। তবুও তাদের ডেটার জন্য টাকা দিতে হয়। সেই সকল ব্যবহারকারীদের কাছে লাভজনক হতে পারে বিএসএনএলের এই রিচার্জ প্ল্যান।

WhatsApp Community Join Now

ডেটা ছাড়া BSNL এর নয়া রিচার্জ প্ল্যান

বিএসএনএলের এই নতুন রিচার্জের মূল্য 439 টাকা। এটি একটি সাশ্রয়ী মূল্যের প্রিপেইড প্ল্যান বলে দাবি করেছে কোম্পানি। এই প্ল্যানটি অগণিত গ্রাহকদের স্বস্তি দেবে বলে আশা করছেন তারা। প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং দীর্ঘ ভ্যালিডিটি পাওয়া যাবে। যেকোনও নেটওয়ার্কে যতখুশি ফোন করতে পারবেন। সঙ্গে থাকছে বিনামূল্যে SMS করার সুযোগ। এই রিচার্জ প্লানের ভ্যালিডিটি 90 দিন।

তিন মাস মোবাইল চালু রাখার জন্য এই প্ল্যান বিবেচনা করতে পারেন। আপনি যদি শুধু কলিং ও SMS পরিষেবা নিতে চান তাহলে এটি ভালো বিকল্প। কোনও ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে না। তুলনায়, অন্য কোম্পানিগুলির তিন মাসের প্ল্যান বেশ দামি। সেখানে ডেটার জন্য আলাদা টাকা দিতে হয়। সুতরাং, নিম্ন মধ্যবিত্ত ব্যবহারকারীদের কাছে এই প্রিপেইড প্ল্যান ভালো বিকল্প হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন