টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের বিভিন্ন দামের প্রিপেড প্ল্যান অফার করে। আবার জিও এবং এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার কাছে কম্বো প্ল্যানের পাশাপাশি ডেটা অনলি প্ল্যান আছে। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ডেটা চান তাহলে ডেটা অনলি প্ল্যান রিচার্জ করতে পারেন। আর এই প্ল্যানগুলির দামও কম। এই প্রতিবেদনে আমরা 50 টাকার কমে একটি সস্তা প্ল্যান সম্পর্কে আপনাকে জানাবো।
Jio এর 49 টাকার প্ল্যান
রিলায়েন্স জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র একদিন, তবে এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। তবে হাই স্পিড ইন্টারনেট 25 জিবি ডেটার ক্ষেত্রে প্রযোজ্য। যদিও মনে রাখবেন ডেটা-প্ল্যান হওয়ার কারণে, এতে কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যায় না।
Airtel এর 49 টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের 49 টাকার প্রিপেড প্ল্যানে একদিন ভ্যালিডিটি পাওয়া যায়। এখানে গ্রাহকরা 24 ঘণ্টা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা ডিজনি + হটস্টার ওটিটি পরিষেবার ভিডিও কনটেন্ট স্ট্রিম করতে পারবেন।
Vodafone Idea (Vi) এর 49 টাকার প্রিপেড প্ল্যান
ভোডাফোন আইডিয়া-ও 49 টাকার একটি প্ল্যানও অফার করছে। এখানে মোট 20 জিবি ডেটার সুবিধা পাওয়া যায় এবং এই প্ল্যানের ভ্যালিডিটিও মাত্র ১ দিন। এটি কেবল ডেটা-প্ল্যান হওয়ার কারণে অন্য কোনও সুবিধা পাওয়া যায় না।
মনে রাখবেন, ডেটা প্ল্যান ব্যবহার করার জন্য আপনার নম্বরে সক্রিয় রিচার্জ প্ল্যান থাকা দরকার। অর্থাৎ এই ডেটা অনলি প্ল্যানের মাধ্যমে কোনো ভ্যালিডিটি পাওয়া যায় না।