Border Gavaskar Trophy: বর্ডার গাভাস্কার ট্রফি জিততে আবারো প্রতিজ্ঞাবদ্ধ ভারত, প্রস্তুতির জন্য খেলবে এই সিরিজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স করে এখন এগিয়ে চলেছে। এই বছরের শেষের দিকে নভেম্বর মাস থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্লু ব্রিগেডরা ৪ ম্যাচের টেস্ট সিরিজে বর্ডার গাভাস্কার ট্রফিতে মাঠে নামবে।

India A Will Play Two Test Match Vs Australia And One Intra Squad Match Vs Senior Team Ahead Of The Border Gavaskar Trophy

ভারতীয় ক্রিকেট দল পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেও একবারও তারা সফল হতে পারেনি। ফলে এই টুর্নামেন্টের নতুন চক্রে দুরন্ত পারফরম্যান্স করে ব্লু ব্রিগেডরা আরও একবার ফাইনালে পৌঁছানোর জন্য এখন লড়াই চালাচ্ছে। এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও ভারতীয় দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই বর্ডার গাভাস্কার ট্রফির আগেই ভারতীয় ‘এ’ দলও অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিপক্ষে এবার মাঠে নামবে।

গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে। কিন্তু এই ম্যাচে ব্লু বিগ্রেডরা সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। ফলে শেষ পর্যন্ত অজিরা ২০৯ রানে বিশাল জয় তুলে নেয়। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স করে এখন এগিয়ে চলেছে। এই বছরের শেষের দিকে নভেম্বর মাস থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্লু ব্রিগেডরা ৪ ম্যাচের টেস্ট সিরিজে বর্ডার গাভাস্কার ট্রফিতে মাঠে নামবে।

এই সিরিজের আগেই ভারতীয় ‘এ’ দল এবং অস্ট্রেলিয়া ‘এ’ দল একে অপরকে মুখোমুখি হবে। তারা মোট ২ টি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করবে। ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ম্যাচটি হবে ম্যাকেতে এবং দ্বিতীয় ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। অন্যদিকে প্রস্তুতি ম্যাচ হিসাবে ভারতীয় সিনিয়র দল পার্থে ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে একটি আন্তঃ-স্কোয়াড ম্যাচ খেলবে। এই ম্যাচটি ভারতীয় খেলোয়াড়দের কাছে শেষ অনুশীলন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ব্লু ব্রিগেডরা পরপর দুবার টেস্ট সিরিজে জয় তুলে নিয়ে অনেকটাই এগিয়ে আছে। এবার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়ে ভারতীয় দল ইতিহাস তৈরি করতে চাইবে। ইতিমধ্যেই একাধিক সাদা বলের সফল ক্রিকেটারদের টেস্ট ফরম্যাটে নিয়ে আসার জন্য বিসিসিআই নির্বাচকরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

অস্ট্রেলিয়া ‘এ’ বনাম ভারত ‘এ’ দলের টেস্ট সিরিজ:

প্রথম ম্যাচ: ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর (গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে)

দ্বিতীয় ম্যাচ: ৭ নভেম্বর থেকে ১০ নভেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)

ভারতীয় সিনিয়র বনাম ভারতীয় ‘এ’ দলের আন্তঃ স্কোয়াড ম্যাচ:

একমাত্র ম্যাচ: ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর (ডব্লিউএসিএ গ্রাউন্ড, পার্থ)