মোবাইল

7,000mAh ব্যাটারি ও মেটাল ফ্রেমের সঙ্গে দুর্দান্ত স্মার্টফোন আনছে Honor

Published on:

honor-400-series-7000mah-battery-metal-frame-launch-details

Honor প্রতি বছর চীনে সাধারণত দু’বার তাদের নম্বর সিরিজের স্মার্টফোন লঞ্চ করে থাকে। সংস্থাটি ২০২৪ সালের ডিসেম্বরে Honor 300 লাইনআপ নিয়ে হাজির হয়েছিল। এই সিরিজে Honor 300, Honor 300 Pro, এবং Honor 300 Ultra নামে তিনটি মডেলের আগমন ঘটেছিল। এদিকে চলতি বছরের প্রথমার্ধে Honor 400 সিরিজ লঞ্চ হওয়ার কথা রয়েছে। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে, অনার-এর আপকামিং ফোনে বিশাল ব্যাটারি থাকবে।

Honor 400 সিরিজের ব্যাটারির ক্ষমতা প্রকাশ হল

এক চীনা টিপস্টার তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে, অনার ২০২৫ সালে লঞ্চ হতে চলা স্মার্টফোনগুলির জন্য একটি বড় ব্যাটারি কৌশল গ্রহণ করেছে। আসন্ন নম্বর সিরিজ অর্থাৎ অনার ৪০০ লাইনআপ সম্পর্কে টিপস্টারের ইঙ্গিত, এতে অন্তত ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি এবং উন্নত স্থায়িত্বের জন্য ধাতব ফ্রেম থাকবে। এছাড়া, বাকি স্পেসিফিকেশনগুলি অজানাই রয়েছে।

WhatsApp Community Join Now

লঞ্চ টাইমলাইন এখনও অস্পষ্ট, তবে Honor 400 সিরিজ মে মাসের মধ্যে বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে। এতে তিনটি মডেল থাকতে পারে – Honor 400, 400 Pro এবং 400 Ultra। গত বছর Honor 300 Ultra ও 300 Pro ফোন দুটিতে Snapdragon 8 Gen 3 প্রসেসর ছিল। যেখানে বেস মডেলে Snapdragon 7 Gen 3 চিপসেট ছিল। অনুমান, আসন্ন Honor 400 Pro এবং 400 Ultra-এ Snapdragon 8s Elite চিপ থাকতে পারে।

সম্প্রতি বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চের একটি লিস্টিং স্ন্যাপড্রাগন ৮এস এলিট চিপের কনফিগারেশন প্রকাশ করেছে। এই অক্টা-কোর চিপসেটের একটি কোর ৩.২১ গিগাহার্টজ, তিনটি কোর ৩.০১ গিগাহার্টজ, দুটি কোর ২.৮০ গিগাহার্টজ, ও দুটি কোর ২.০২ গিগাহার্টজ ক্লক স্পিডে রান করবে। গ্রাফিক্সের জন্য থাকবে অ্যাড্রিনো জিপিইউ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন