অটোকার

পেট্রলকে বিদায় জানান, আসছে চমকে ভর্তি Ampere ইলেকট্রিক বাইক, কবে লঞ্চ জানুন

Published on:

Ampere Electric Motorcycle Concept Bharat Mobility 2025

আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে ভারত মোবিলিটি এক্সপো ২০২৫। সেখানে একাধিক সংস্থা তাদের উন্নত মানের সব গাড়ি-বাইক হাজির করবে। এই এক্সপো-তে ইলেকট্রিক বাইকের কনসেপ্ট প্রকাশ করতে চলেছে Ampere। সংস্থাটি ইলেকট্রিক স্কুটারের জন্য পরিচিত। স্কুটারের পর বাইকের বাজারে প্রবেশ করতে প্রস্তুত সংস্থাটি।

Ampere আনছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক

স্কুটারের মতোই এখন বাইকেও ইলেকট্রিক বৈদ্যুতিক বিপ্লব শুরু হয়েছে। একাধিক সংস্থা ধীরে ধীরে সেই বাজারে ঝুঁকতে শুরু করেছে। পেট্রলের উপর নির্ভরশীলতা কমাতে এবং পরিবেশ দূষণ ও নির্গমন কমাতে ইলেকট্রিক বাইক বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে এই সংস্থাগুলি। জানা গিয়েছে, Ampere যে ইলেকট্রিক বাইক আনবে তাতে থাকবে LED লাইটিং, স্প্লিট সিট এবং আপরাইট রাইডিং পজিশন।

WhatsApp Community Join Now

খুব বেশি তথ্য এখনও প্রকাশ করেনি সংস্থা। আসন্ন ভারত মোবিলিটি নিয়ে উৎসাহ বাড়ছে গাড়ি-বাইক প্রেমীদের। কারণ এই অনুষ্ঠানে চোখ ধাঁধাতে পারে এমন অজস্র বাইক ও চার চাকা আত্মপ্রকাশ করতে পারে। সেই তালিকায় একটি অন্যতম আকর্ষণ হতে পারে Ampere ইলেকট্রিক বাইক।

এক্ষেত্রে জানিয়ে রাখি, গত বছর সংস্থাটি যে Nexus ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল, তার ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে বাইকটি বানানো হবে। থাকতে পারে ৮-১০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মোটর। পাওয়া যাবে নতুন LFP ব্যাটারি প্রযুক্তি। রেঞ্জ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, Ampere ছাড়াও ভারত মোবিলিটি এক্সপো-তে অংশগ্রহণ করবে Ather, Ola, Okaya EV, Bajaj Auto, Hero MotoCorp, TVS- সহ একাধিক বিখ্যাত সংস্থা ও স্টার্টআপ সংস্থাগুলি। তারা কী কী নতুন মডেল আনে বাজারে তার উপর নজর থাকবে সবার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন