হুয়াওয়ে আজ ভারতে তাদের নতুন ব্যান্ড লঞ্চ করল, যার নাম Huawei Band 9। এর দাম ৫,৯৯৯ টাকা। তবে যারা প্রি-অর্ডার করবেন তারা ২,০০০ টাকা ছাড় পাবেন। এই প্রি-অর্ডার অফার ১৭ জানুয়ারি পর্যন্ত পাওয়া যাবে। নতুন হুয়াওয়ে ব্র্যান্ড কালো, গোলাপী, সাদা এবং হলুদ রঙে এসেছে। আর ব্যান্ডটি ফ্লিপকার্ট থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডার শেষ হওয়ার পরে, Huawei Band 9 অ্যামাজন থেকে কেনা যাবে। আসুন এর ফিচার জেনে নেওয়া যাক।
Huawei Band 9 এর ফিচার ও স্পেসিফিকেশন
হুয়াওয়ে ব্র্যান্ড ৯ এ আছে ১৯৪x৩৬৮ পিক্সেল রেজোলিউশনের ১.৪৭-ইঞ্চি এইচডি ২.৫ডি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি ২৮২ পিপিআই। এই ডিসপ্লে অলওয়েজ-অন মোড সাপোর্ট করবে। এই ফিটনেস ট্র্যাকারে রয়েছে ৯-অ্যাক্সিস আইএমইউ সেন্সর। এছাড়াও পাবেন অ্যাকসেলেরোমিটার, জাইরোস্কোপ ও ম্যাগনেটোমিটার। এই ব্যান্ডটি অপটিক্যাল হার্ট রেট সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর সহ এসেছে।
এই স্মার্ট ব্র্যান্ডের মাধ্যমে আপনি ঘুম ট্র্যাক করতে পারবেন। এরজন্য এতে হুয়াওয়ে ট্রুস্লিপ ৪.০ আছে। আবার হুয়াওয়ে ট্রুরেলাক্সের মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্টের সুবিধা দেবে এটি। এতে ১০০ টি ওয়ার্কআউট মোডও উপস্থিত। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.০।
হুয়াওয়ে ব্র্যান্ড ৯ অ্যান্ড্রয়েড ৮.০ এবং তার উপরের অপারেটিং সিস্টেমে চলে। আইওএস ডিভাইসের জন্য আইওএস ১৩.০ এবং উপরের ভার্সন প্রয়োজন। এই ব্যান্ডটি ৫এটিএম পর্যন্ত জল-প্রতিরোধী রেটিং সহ এসেছে। ব্যান্ডটির ব্যাটারি বেশ শক্তিশালী। এটি ফুল চার্জে ১৪ দিন পর্যন্ত চলবে বলে দাবি করা হয়েছে। এর ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৪৫ মিনিট। এছাড়া এই ব্যান্ডে মিউজিক কন্ট্রোল, রিমোট ক্যামেরা ফাংশন, কুইক মেসেজ রিপ্লাই এবং ইনকামিং কল অ্যালার্ট ফিচার আছে।