অটোকার

70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়, দেশের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী বাইক এগুলি

Published on:

top-fuel-efficient-bikes-india-honda-shine-tvs-sport-bajaj-platina

ভারতে টু-হুইলার চালকদের সংখ্যা নেহাত কম নয়। আর নিত্যদিন মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য মাইলেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইঞ্জিনের দক্ষতা ও সাশ্রয়ী দামের পাশাপাশি প্রত্যেকেই চান, তাদের বাইকটি অল্প খরচে আরও বেশি মাইলেজ দিক। এমন অনেক বাইক রয়েছে যেগুলি বছরের পর বছর ভাল মাইলেজ সরবরাহ করে ভরসা দিয়ে আসছে। এই প্রতিবেদনে আমরা এমনই ৩টি জ্বালানি সাশ্রয়ী বাইকের সম্পর্কে জানবো।

Honda Shine 125

WhatsApp Community Join Now

হোন্ডা সাইন বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রিত ১২৫ সিসি মোটরসাইকেল। একাধিক বছর ধরে বাজারে জনপ্রিয়তা ধরে রেখেছে এই বাইক। নির্ভরযোগ্য ইঞ্জিন এবং স্মুথ রাইডিং একে একটি আদর্শ বাইক করে তুলেছে। পাশাপাশি, এর রক্ষণাবেক্ষণ খরচও অত্যন্ত কম। সহজেই লিটার পিছু ৫৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। বাজারে দাম ৮৩,২৫১ টাকা (এক্স-শোরুম কলকাতা) থেকে শুরু।

Bajaj Platina 110

বাইকের জগতে উচ্চ মাইলেজের জন্য অত্যন্ত পরিচিত নাম হল বাজাজ প্ল্যাটিনা ১১০। মসৃণ রাইডিং এবং লো-ফুয়েল খরচ এটির অন্যতম আকর্ষণ। দৈনন্দিন ব্যবহারের জন্য এই বাইকের বিকল্প হয় না। কলকাতা শহরে মোটরসাইকেলটির দাম শুরু ৭২,০৬৪ টাকা থেকে (এক্স-শোরুম)। প্রতি লিটারে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া সম্ভব।

TVS Sport

টিভিএস স্পোর্টের দখলে সর্বোচ্চ অন-রোড ফুয়েল এফিশিয়েন্সির রেকর্ড আছে। ১১০.১২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিয়ে এটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। তবে বাস্তবে বাইকটি ৭০ কিলোমিটারের কাছাকাছি মাইলেজ দিতে সক্ষম, যা এককথায় অসাধারণ। ভারতের বাজারে টিভিএস স্পোর্টের দাম ৬৫,৭০২ টাকা (এক্স-শোরুম)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন