অটোকার

Honda দুর্দান্ত স্পোর্টস বাইক আনছে ভারতে

Published on:

2025-honda-cbr650r-india-launch-price-specs

নতুন Honda CBR650R ভারতে খুব শীঘ্রই পা রাখতে চলেছে। জাপনি সংস্থাটির তরফে এই স্পোর্টস বাইকের নতুন অবতারকে সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে টিজ করা হয়েছে। ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ ইভেন্টে মোটরসাইকেলটি প্রদর্শন করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, CBR650R-এর নতুন সংস্করণটি আগের মডেল থেকে অনেকটাই আলাদা।

2025 Honda CBR650R ডিজাইন

WhatsApp Community Join Now

নতুন অবতারে হোন্ডা সিবিআর৬৫০ যেন আরও বেশি শার্প ও রাফ এন্ড টাফ। লিটার ক্লাস সিবিআর থেকে ডিজাইনে অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। টুইন এলইডি হেডলাইট, ফেয়ারিং-এর উপর কাট এবং ক্রিজ, আপসওয়েপ্ট টেল সেকশন হোন্ডার বাইকটিকে একটি সুন্দর ও স্পোর্টি লুক দেয়। এটি রেসিং বাইকের মতো গ্র্যান্ড প্রিক্স রেড কালার স্কিমে উপলব্ধ।

ইঞ্জিন পারফরম্যান্স

হাই-পারফরম্যান্সের জন্য হোন্ডার এই বাইকে থাকছে ৬৪৯ সিসি, লিকুইড কুল্ড, ফোর সিলিন্ডার ইঞ্জিন। এটি ১২,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৯৩ হর্সপাওয়ার এবং ৯,৫০০ আরপিএমে ৬৩ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা। হোন্ডা ভারতে ই-ক্লাচ ভেরিয়েন্ট চালু করতে পারে। এই সিস্টেমে কয়েকটি সার্ভো মোটর রয়েছে যেগুলি শিফটিং প্রক্রিয়ায় সহায়তা করে।

ফিচার্স ও দাম

হোন্ডা বাইকটিতে ফুল-এলইডি লাইট, টিএফটি ডিসপ্লে সহ নানা বৈশিষ্ট্য রেখেছে। সিবিআর৬৫০আর একটি স্টিলের ডায়মন্ড ফ্রেমের উপর নির্মিত। সাসপেনশনের জন্য সামনে ইউএসডি ফর্ক ও পিছনে ১০-স্টেপ প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে। চাকা ১৭ ইঞ্চির। সামনের চাকায় টুইন ডিস্ক ব্রেক যুক্ত। ভারতে বাইকটি ৯.৫ লক্ষ টাকার মধ্যে লঞ্চ হবে বলে আশা করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন