Realme P সিরিজে বর্তমানে চারটি ফোন বাজারে পাওয়া যাচ্ছে – P1, P1 Speed, P1 Pro ও P2 Pro। রিয়েলমি এখনও নিশ্চিত না করলেও, গত মাসে এই সিরিজের একটি নতুন মডেল, Realme P3 Ultra অনলাইনে ফাঁস হয়েছিল। আবার চমকে দিয়ে এখন এই সিরিজের আরও একটি ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। একটি রিপোর্ট Realme P3 Pro-র লঞ্চ টাইমলাইন, মডেল নম্বর, ও মেমরি অপশন প্রকাশ করেছে।
Realme P3 Pro ভারতে লঞ্চ হবে আগামী মাসে
৯১মোবাইলস তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, আরএমএক্স৫০৩২ মডেল নম্বরটি রিয়েলমি পি৩ প্রো স্মার্টফোনের সঙ্গে যুক্ত। এটি গত বছর লঞ্চ হওয়া রিয়েলমি পি২ প্রো-র উত্তরসূরী হিসাবে আসবে। ডিভাইসটি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। তবে সঠিক তারিখটি এই মুহূর্তে অজানা।
Realme P3 Pro অন্তত ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। জানিয়ে রাখি, গত বছর P2 Pro তিনটি স্টোরেজ কনফিগারেশনে পা রেখেছিল বাজারে – ৮ জিবি + ১২৮ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ৫১২ জিবি। উল্লেখ্য, গত মাসে একই মডেল নম্বর (RMX5032) সহ রিয়েলমির নতুন মডেলটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশনে দেখা গিয়েছিল।
আগেই বলেছি, Realme P3 Pro ছাড়াও, P3 Ultra নামে একটি ফোনের উপর কাজ চলছে। নাম অনুসারে এটি সিরিজের টপ মডেল অর্থাৎ সবচেয়ে দামি এবং অত্যাধুনিক মডেল হিসাবে আসতে পারে। আল্ট্রা মডেলটি ভারতে জানুয়ারির শেষের দিকে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। ১৬ই জানুয়ারি Realme 14 Pro সিরিজ লঞ্চের পরেই এই হ্যান্ডসেটের টিজার প্রকাশ হবে বলে আশা করা যায়।