অটোকার

অ্যাক্টিভার থেকেও সস্তায় লঞ্চ হল Ampere Magnus Neo ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে চলবে 100 কিমি

Published on:

ampere-magnus-neo-price-specs-features-launch

ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার Ampere Magnus Neo লঞ্চ হল। এটি অ্যাম্পিয়ার ম্যাগনাস এক্স ভ্যারিয়েন্টের পরিবর্তে লঞ্চ করা হয়েছে। নতুন স্কুটারে রয়েছে LFP ব্যাটারি প্রযুক্তি এবং ১২ ইঞ্চি সাইজের চাকা। পাঁচটি রংয়ের বিকল্পে ছাড়া হয়েছে স্কুটারটি। জানা গিয়েছে, আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ ম্যাগনাস নিও প্রদর্শন করা হবে।

Ampere Magnus Neo : ফিচার্স ও ডিজাইন

WhatsApp Community Join Now

এই স্কুটারে একাধিক ফিচার্স দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ইউএসবি চার্জিং পোর্ট, তিনটি রাইডিং মোড এবং একটি রিভার্স মোড। কোম্পানি এই ফিচার্স অপশনাল হিসাবে রেখেছে। অর্থাৎ কেউ চাইলে বেশি টাকা খরচ এগুলির লাভ তুলতে পারেন।

ডিজাইনের ক্ষেত্রে অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও বেশ সহজ সরল। এতে রয়েছে এলইডি ডিআরএল, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং ১২ ইঞ্চি চাকা। এই স্কুটার পাঁচটি রংয়ে পাওয়া যাবে, যেগুলি হল – মেটালিক রেড, গ্লেসিয়াল হোয়াইট, ওশান ব্লু, গ্যালাকটিক গ্রে এবং গ্লসি ব্ল্যাক।

Ampere Magnus Neo : রেঞ্জ ও চার্জিং

এই ইলেকট্রিক স্কুটারে যোগ করা হয়েছে ২.৩ কিলোওয়াট শক্তি সম্পন্ন LFP ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি, যে এটি একবার চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। অ্যাম্পিয়ার ম্যাগনাস নিওর ক্রেতারা এটি বাড়িতেও চার্জ করতে পারবেন। কারণ ইলেকট্রিক স্কুটারটির সাথে একটি পোর্টেবল ব্যাটারি পাওয়া যাবে। কোম্পানির কথায়, অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও সম্পূর্ণ চার্জের জন্য ৫-৬ ঘণ্টা সময় খরচ করে।

Ampere Magnus Neo : দাম কত

অ্যাম্পিয়ার ম্যাগনাস নিওর দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এই দামে এটি একটি সিঙ্গেল ভ্যারিয়েন্ট এবং ব্যাটারি প্যাকে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন