নতুন বছরে পা রাখতেই একের পর এক মডেল আপডেট করতে শুরু করেছে হোন্ডা। গতকালই Honda Dio স্কুটারের নতুন সংস্করণ ভারতে এসেছে। এবার সংস্থা তাদের Livo মডেলের আপডেটেড ভার্সন লঞ্চের তোড়জোড় শুরু করেছে। এই কমিউটার মোটরসাইকেলে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে যুক্ত হয়েছে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
2025 Honda Livo ভারতে লঞ্চ হবে শীগ্রই
হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে 2025 Honda Livo মোটরবাইকের ছবি প্রকাশ করেছে। টু-হুইলারটির নতুন মডেলে থাকা ডিজিটাল কনসোল আরও বেশি তথ্য দেখাবে। এতে রিয়েল টাইম মাইলেজ ও এভারেজ মাইলেজের হিসাব ফুটে উঠবে। এছাড়াও, আধুনিক লুকস আনতে বাইকটিতে ফ্রেশ গ্রাফিক্স যোগ হয়েছে।
নতুন হোন্ডা লিভো বাইকে ১০৯.৫১ সিসির সিঙ্গেল সিলিন্ডার, ওবিডি-২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন থাকছে। এটি থেকে ৭,৫০০ আরপিএমে ৮.৬৭ বিএইচপি এবং ৫,৫০০ আরপিএমে ৯.৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনটি ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তির। এবং কিক স্টার্টের পাশাপাশি ইলেকট্রিক স্টার্টার অফার করে। বাইকে গিয়ারের সংখ্যা চার।
সাসপেনশনের জন্য, হোন্ডা লিভো বাইকেটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিজনে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার রয়েছে। সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেক রয়েছে। বর্তমানে লিভোর দাম ৮১,৬৫১ টাকা থেকে ৮৫,৬৫১ টাকার (এক্স-শোরুম) মধ্যে। নতুন ভার্সনটির দাম কিছুটা বাড়বে।