টেলিকম

প্রচুর ইন্টারনেট ঘাঁটেন? BSNL আনল হেভি ডেটা রিচার্জ প্ল্যান, ২১৫ টাকা থেকে দাম শুরু

Published on:

Bsnl launches two recharge plans rs 215 rs 628 get 3gb data and calling benefits

কেন্দ্রীয় সরকারি মালিকানাধীন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা BSNL সম্প্রতি দুটি প্ল্যান নিয়ে এসেছে। যারা প্রচুর ডেটা ব্যবহার করেন তাদের জন্য বিশেষ ভাবে কার্যকরী প্ল্যান দুটি। দামও রয়েছে সাধ্যের মধ্যে। এই রিচার্জ প্ল্যান দুটির দাম শুরু ২১৫ টাকা থেকে। এর মধ্যে একটি প্ল্যানে রয়েছে ৩০ দিন ভ্যালিডিটি। এছাড়া, আরও একটি প্ল্যান রয়েছে, যেখানে ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আসুন BSNL এর প্ল্যানগুলির দাম ও সুবিধা জেনে নেওয়া যাক।

BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ইন্টারনেটের দরকার সকলের। আর সেই চাহিদা কম খরচে মেটানোর সুযোগ দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি ২১৫ টাকার এবং ৬২৮ টাকার দুটি রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে কোম্পানি। এই দুই প্ল্যান রিচার্জ করলে কী কী সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক।

WhatsApp Community Join Now

BSNL ২১৫ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।
প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে।
মিলবে আনলিমিটেড ভয়েস কল।
দৈনিক ১০০টি SMS রয়েছে।

৬২৮ টাকার BSNL রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যাবে। ৮৪ দিনের জন্য মোট ২৫২ জিবি ডেটা।
আনলিমিটেড ভয়েস কল এবং দেশজুড়ে ফ্রি রোমিং পরিষেবা পাওয়া যাবে।

উপরোক্ত, দুটি প্ল্যান কে যদি জিও, এয়ারটেল কিংবা ভিআই-এর রিচার্জ প্ল্যানের সঙ্গে তুলনা করেন, তাহলে সুবিধা ও খরচের দিক দিয়ে এগিয়ে রয়েছে বিএসএনএল। যারা এই মুহূর্তে বিএসএনএলের সিম ব্যবহার করছেন, তাদের জন্য ভালো বিকল্প হতে পারে এই দুটি রিচার্জ প্ল্যান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন