Samsung Galaxy F06 5G এবং Galaxy M06 5G শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্র্যান্ডটি এখনও এদের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি, তবে এগুলি সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। Samsung Galaxy F06 5G ও Galaxy M06 5G যথাক্রমে গত বছরের আসা গ্যালাক্সি এফ০৫ এবং গ্যালাক্সি এম০৫ এর উত্তরসূরি হবে। রিপোর্ট অনুযায়ী, দুটি মডেলেই মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে।
Samsung Galaxy F06 5G ও Galaxy M06 5G উপস্থিত হল BIS সার্টিফিকেশন সাইটে
মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এবং গ্যালাক্সি এম০৬ ৫জি কে যথাক্রমে এসএম-ই০৬৬বি / ডিএস এবং এসএম-এম০৬৬বি / ডিএস মডেল নম্বর সহ বিআইএস ওয়েবসাইটে দেখা গেছে। মডেল নম্বরে ‘ডিএস’ থাকার অর্থ ফোনগুলিতে ডুয়াল সিম কানেক্টিভিটি থাকবে। মাইস্মার্টপ্রাইসের শেয়ার করা লিস্টিংয়ের স্ক্রিনশটে দেখা গেছে, ১৩ জানুয়ারি ডিভাইসগুলি ছাড়পত্র পেয়েছে।
এর আগে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এবং গ্যালাক্সি এম০৬ ৫জি একই মডেল নম্বর সহ ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশনে অন্তর্ভুক্ত হয়েছে। সম্প্রতি গ্যালাক্সি এফ০৬ এর ছবিও অনলাইনে ফাঁস হয়েছে। এটি দেখতে অনেকটা গ্যালাক্সি এ৩৬-এর মতো। শোনা যাচ্ছে, নতুন ফোনটি কালো, নীল, গাঢ় সবুজ, বেগুনি এবং কমলা রঙে পাওয়া যাবে।
নতুন গ্যালাক্সি এফ০৬ ৫জি এবং গ্যালাক্সি এম০৬ ৫জি গত বছরের গ্যালাক্সি এফ০৫ এবং গ্যালাক্সি এম০৫ এর আপগ্রেড ভার্সন হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। দুটি মডেলই গত বছরের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল, যাদের দাম শুরু হয়েছিল ৭,৯৯৯ টাকা থেকে। আসন্ন ডিভাইসগুলিতে ৬.৭ ইঞ্চি এইচডি স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি 85 চিপসেট।
Samsung Galaxy F05 এবং Galaxy M05 এর ফিচার
গ্যালাক্সি এফ০৫ এবং গ্যালাক্সি এম০৫ ফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এবং গ্যালাক্সি এম০৫ উভয় ডিভাইসে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।