অ্যামাজনে শুরু হয়েছে গ্রেট রিপাবলিক ডে সেল, যেখানে বাম্পার ডিসকাউন্টে প্রচুর ডিভাইস কেনার সুযোগ আছে। ক্রেতারা এই সেলে লোভনীয় অফারের সাথে অতীতে লঞ্চ হওয়া রিয়েলমির একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারবেন। এই ডিভাইসের নাম Realme GT 7 Pro। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে স্মার্টফোনটি ৬,০০০ টাকা পর্যন্ত সস্তায় অর্ডার করা যাবে।
এই হ্যান্ডসেটে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে রয়েছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং ফাস্ট চার্জিং ব্যাটারি। আর Realme GT 7 Pro ডিভাইসে পাওয়া যাবে আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। এটি ভারতের প্রথম ফোন, যেখানে ডেডিকেটেড আন্ডারওয়াটার ক্যামেরা মোড উপস্থিত।
Realme GT 7 Pro এই অফারের সাথে কেনা যাবে
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে রিয়েলমি জিটি ৭ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৯,৯৯৯ টাকা। আর এর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৬৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে সর্বোচ্চ ৬০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। বেস মডেলে ৫,০০০ টাকা এবং টপ ভ্যারিয়েন্টে ৬,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।
Realme GT 7 Pro এর স্পেসিফিকেশন
রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০ প্লাস এবং ডলবি ভিশন সাপোর্ট সহ ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত এবং ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।