মোবাইল

স্মার্টফোন ক্যামেরার ইতিহাসে নতুন অধ্যায় লিখবে Oppo Find X8 Ultra, লঞ্চ কবে

Published on:

oppo-find-x8-ultra-2k-display-telephoto-macro-camera-specs-leak

Oppo Find X8 এবং Find X8 Pro ইতিমধ্যেই চলে এসেছে বাজারে। এবার লঞ্চ হবে সিরিজের টপ মডেল Find X8 Ultra। সংস্থা এই বিষয়ে মুখ না খুললেও, ফোনটি চীনে Oppo Find N5 ফোল্ডেবল রিলিজের পর প্রকাশ হবে বলে শোনা যাচ্ছে। ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি, ও চার্জিং সহ নানা ডিপার্টমেন্টে ফোনটি সারপ্রাইজ দিতে চলেছে এই ফ্ল্যাগশিপ ফোন। Find X8 Ultra কেমন স্পেসিফিকেশন অফার করবে সেই নিয়ে এক রিপোর্ট সামনে এসেছে।

Oppo Find X8 Ultra ক্যামেরা ও ডিসপ্লে

WhatsApp Community Join Now

বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ফাইন্ড এক্স৮ আল্ট্রা ২.৫ডি ফ্ল্যাট ২কে ডিসপ্লে প্যানেল সহযোগে আসবে। আবার উন্নত ম্যাক্রো ফটো তোলার ক্ষমতার জন্য ইমেজিং সিস্টেমে একটি ফিজিক্যাল টেলিফটো ম্যাক্রো ক্যামেরা থাকবে। খবর সত্যি হলে, এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যাবে।

Find X8 Ultra মডেলের ক্যামেরা সিস্টেমে থাকবে ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX906 টেলিফটো সেন্সর, ৬x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony LYT-900 প্রাইমারি সেন্সর, এবং ৫০ মেগাপিক্সেল Sony IMX882 আল্ট্রা-ওয়াইড সেন্সর। ডিভাইসটি মার্চের মধ্য লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য স্পেসিফিকেশন

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফাইন্ড এক্স৮ আল্ট্রা-র ডিসপ্লেটি হবে ৬.৮২ ইঞ্চির। পারফরম্যান্সের জন্য মিলবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ৬,০০০ এমএএইচ ব্যাটারি ৮০ অথবা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। জল ও ধুল থেকে রক্ষার জন্য ফোনে আইপি৬৮ অথবা আইপি৬৯ রেটিং থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন