মোবাইল

2500 টাকার কুপন ডিসকাউন্ট, Realme Narzo 70 Turbo 5G গেমিং ফোন এখন নাগালের মধ্যে

Published on:

Realme narzo 70 turbo 5g available with rs 2500 discount coupon amazon great republic day sale

রিয়েলমি দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে ভারতে সাশ্রয়ী মূল্যে একাধিক ফোন লঞ্চ করেছে। এরমধ্যে জনপ্রিয় একটি গেমিং ডিভাইস হল Realme Narzo 70 Turbo 5G। এই স্মার্টফোনটি অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ১৫,০০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসের সাথে ২,৫০০ টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সেরা পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর আছে। এছাড়া রয়েছে ৬০৫০ বর্গ মিলিমিটারের ভেপার কুলিং সিস্টেম। এই ফোনের ডিজাইন মোটোস্পোর্টস দ্বারা অনুপ্রাণিত।

Realme Narzo 70 Turbo 5G এর সাথে বাম্পার অফার

WhatsApp Community Join Now

ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন বর্তমানে গ্রেট রিপাবলিক ডে সেলে রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ছাড়ের পরে ১৬,৯৯৮ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আর সীমিত সময়ের জন্য ২,৫০০ টাকার কুপন ডিসকাউন্টও পাওয়া যাবে, এর পরে ফোনের দাম হবে ১৪,৫৯৮ টাকা। এটি অ্যামাজন পে ক্যাশব্যাক এবং নো-কস্ট ইএমআই সহ কেনা যাবে।

শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করতে চাইলে সর্বোচ্চ ১৫,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ডিভাইসের মডেল ও এর অবস্থার ওপর। রিয়েলমি স্মার্টফোনটি সবুজ, ধূসর এবং হলুদ এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

Realme Narzo 70 Turbo 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি OLED ডিসপ্লে আছে, যা ২০০০ পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর দ্বারা চালিত। সাথে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এর ব্যাক প্যানেলে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন