আপনি যদি লম্বা ভ্যালিডিটির সাথে হাই স্পিড ইন্টারনেট প্ল্যান খোঁজ করে থাকেন, তবে জিও ফাইবারের ছয় মাসের প্ল্যান বেছে নিতে পারেন। সংস্থাটি এই ধরনের একাধিক প্ল্যান অফার করছে, তবে আমরা এখানে তিনটি প্রিমিয়াম প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে আপনি ১ জিবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড, ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি এবং ফ্রি কলিংয়ের মতো সুবিধা পাবেন। আবার Jio Fiber এর এই প্ল্যানগুলি নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম লাইট সহ বিভিন্ন ওটিটি অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস দেবে।
জিও ফাইবারের ৩০০ এমবিপিএস স্পিড প্ল্যান
সংস্থার এই প্ল্যানের দাম ১৪৯৯ টাকা। অর্থাৎ এখানে ৬ মাসের জন্য ৮৯৯৪ টাকা + জিএসটি পরিশোধ করতে হবে। আবার এই প্ল্যানে ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। সাথে ৩০০ এমবিপিএস আপলোড ও ডাউনলোড গতি সহ ফ্রি কলিংয়ের সুবিধা আছে। এই প্ল্যানে ৮০০-র বেশি টিভি চ্যানেলে বিনামূল্যে দেখা যাবে। এছাড়াও নেটফ্লিক্স (বেসিক), জিও সিনেমা প্রিমিয়াম, অ্যামাজন প্রাইম লাইট এবং ডিজনি + হটস্টার সহ মোট ১৬ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
জিও ফাইবারের ৩০০ এমবিপিএস স্পিড প্ল্যান
এই প্ল্যানের দাম ২,৪৯৯ টাকা। আর ৬ মাসের জন্য দিতে হয় ১৪,৯৯৪ টাকা + জিএসটি। এই প্ল্যানের সাথেও ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে আপনি ৫০০ এমবিপিএস আপলোড এবং ডাউনলোড স্পিড পাবেন। সাথে বিনামূল্যে কল করা এবং ৮০০ টিরও বেশি টিভি চ্যানেলে বিনামূল্যে ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। সাথে নেটফ্লিক্স (স্ট্যান্ডার্ড), অ্যামাজন প্রাইম লাইট, জিও সিনেমা প্রাইম এবং সোনি লিভ সহ ১৬টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
জিও ফাইবারের ১ জিবিপিএস স্পিড প্ল্যান
এই প্ল্যানের দাম ৩,৯৯৯ টাকা এবং ৬ মাসের সাবস্ক্রিপশনের জন্য আপনাকে ২৩,৯৯৪ টাকা + জিএসটি দিতে হবে। ইন্টারনেট ব্যবহারের এখানে আপনি ১ জিবিপিএস স্পিড পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা বেনিফিট, ফ্রি কলিং এবং ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে নেটফ্লিক্স সহ ৮০০-র বেশি টিভি চ্যানেল এবং ১৬টি ওটিটি অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে।