গ্যাজেট

ইন্টেল প্রসেসর সহ Cellecor এর নতুন Sleek i5 Pro, Sleek i3 Pro এবং N95 ল্যাপটপ ভারতে লঞ্চ হল

Published on:

Cellecor Sleek i5 Pro i3 N95 launched in india with intel processor specifications

কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি Cellecor ভারতের বাজারে একটি নতুন ল্যাপটপ রেঞ্জ লঞ্চ করল, যার মধ্যে তিনটি মডেল রয়েছে। নতুন ল্যাপটপগুলি কমপ্যাক্ট ডিজাইন, বড় ডিসপ্লে সাইজ এবং শক্তিশালী ব্যাটারি সহ এসেছে। সংস্থার দাবি, নতুন ল্যাপটপগুলি পেশাদার থেকে শুরু করে শিক্ষার্থী এবং সব ধরনের ব্যবহারকারীর জন্য উপযুক্ত। নতুন মডেলগুলির মধ্যে রয়েছে Sleek i5 Pro, Sleek i3 Pro এবং N95

ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে Cellecor এর নতুন Sleek i5 Pro, Sleek i3 Pro এবং N95 ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে। প্রথম স্লিক আই ফাইভ প্রো ফ্ল্যাগশিপ মডেলে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আছে। এতে ইন্টেল কোর আই৫ ১০ম জেনারেশন প্রসেসর সহ ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ পাওয়া যাবে। নতুন তিনটি মডেল উইন্ডোজ ১১ প্রো অপারেটিং সিস্টেমে চলে।

WhatsApp Community Join Now

কোম্পানিটি সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসাবে স্লিক আই ৩ প্রো মডেলটি নিয়ে এসেছে, যেখানে আগের ল্যাপটপের মতো একই ডিসপ্লে আছে। তবে এতে ইন্টেল কোর আই ৩ দশম জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপে ৮ জিবি র‌্যামের সঙ্গে ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া কমপ্যাক্ট এন৯৫ মডেলটি শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে দেওয়া হয়েছে ১৪.১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং এটি ইন্টেল অ্যাল্ডার লেক এন৯৫ ১২তম প্রজন্মের প্রসেসর দ্বারা চালিত। সাথে রয়েছে ৮ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ।

কানেক্টিভিটির দিক থেকে ল্যাপটপগুলিতে ওয়াই-ফাই ৬.০, ব্লুটুথ ৫.২, ইউএসবি ৩.২, টাইপ-সি এবং মাইক্রো এসডি সাপোর্ট রয়েছে। নতুন ল্যাপটপগুলির ওজন ১.৩১ কেজি থেকে ১.৬০ কেজির মধ্যে। এদের দাম এখনও ঘোষণা করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন