অ্যাপলের iPhone 16 লাইনআপ একাধিক নতুন ফিচার সহ এসেছে। নতুন ক্যামেরা লেআউট এবং ডিজাইনের পাশাপাশি, ফোনগুলিতে ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন অন্তর্ভুক্ত রয়েছে। সাথে অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) ফিচারও পাওয়া যাবে, যা ক্রেতাদের আকর্ষিত করেছে। আপনি যদি iPhone 16 সিরিজের কোনো ডিভাইস কিনতে চান তাহলে বলি, এই সিরিজের iPhone 16 Plus মডেল এখন ১২ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে।
এখন ফ্লিপকার্টে মনুমেন্টাল সেল চলছে, যেখানে ক্রেতারা সস্তায় বিভিন্ন ডিভাইস কিনতে পারবেন। এই সেলে iPhone 16 Plus ভারতে লঞ্চের সময়ের চেয়ে ১০,০০০ টাকা কম দামে তালিকাভুক্ত হয়েছে। সেই সঙ্গে ব্যাঙ্ক অফারের সুবিধাও দেওয়া হচ্ছে। ফলে মোট ১২ হাজার টাকা ডিসকাউন্টে ডিভাইসটি কেনা যাবে। এর সঙ্গে এক্সচেঞ্জ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
iPhone 16 Plus মডেলের উপর বিশেষ ছাড়
আইফোন 16 প্লাস ভারতীয় বাজারে ৮৯,৯০০ টাকার দামে লঞ্চ হয়েছিল, তবে ফ্লিপকার্ট সেলে এই ডিভাইসটি এখন 79,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার আপনি যদি UPI বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আলাদাভাবে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।
শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও সর্বোচ্চ ৪২,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে এর মূল্য নির্ভর করবে পুরনো ফোনের মডেল এবং এর অবস্থার ওপর। বাছাই করা মডেলে অতিরিক্ত ৪,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে।
আইফোন ১৬ প্লাস এর স্পেসিফিকেশন ও ফিচার
আইফোন ১৬ প্লাস মডেলে আথে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এ১৮ ৬-কোর প্রসেসর। ডিভাইসটির পিছনের প্যানেলে ভার্টিক্যাল ক্যামেরা মডিউলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে আছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে পাওয়া যাবে বিল্ট-ইন অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) সাপোর্ট এবং ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন।