অটোকার

বাজার কাঁপিয়ে লঞ্চ হল Honda Activa Electric স্কুটার, জেনে নিন দাম এবং সমস্ত ফিচার্স

Published on:

honda activa e electric scooter launched india price rs 1 17 lakh bharat mobility global expo 2025

Honda গত বছর নভেম্বরে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার, Activa e উন্মোচন করেছিল। আর আজ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এর প্রথম দিনে অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করল জাপানি সংস্থাটি। Honda Activa e দেশের বাজারে ১.১৭ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হবে। একটি টপ ভ্যারিয়েন্টও এনেছে সংস্থা, যার দাম ১.৫২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, জানুয়ারি থেকেই হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিকের বুকিং শুরু হয়েছিল।

Hond Activa e ডিজাইন ও ফিচার্স

হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক সাদামাটা অথচ আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে হাজির হয়েছে। বডি প্যানেলে কোনও কাট বা ক্রিজ অনুপস্থিত। অ্যাপ্রোনের উপর এলইডি হেডল্যাম্প অবস্থিত। এবং স্কুটারটিতে হ্যান্ডেলবারে মাউন্ট করা এলইডি ডেটাইম রানিং লাইট থাকছে। টপ মডেলে একটি সাত ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

অন্যদিকে, বেস মডেলের কনসোলটি পাঁচ ইঞ্চির টিএফটি। হোন্ডা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারে ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং কল এবং এসএমএস এলার্টের সুবিধা রেখেছে। এছাড়াও, ব্যাটারি সোয়াপ লোকেশন, মিউজিক কন্ট্রোল, জিপিএস ট্রাকিং, ও ভেহিকেল হেলথ চেকিং-এর মতো বৈশিষ্ট্য রয়েছে।

Hond Activa e স্পেসিফিকেশন (ব্যাটারি, রেঞ্জ, ও স্পিড)

হোন্ডা অ্যাক্টিভা ই ডুয়াল রিমুভেবল ব্যাটারির সঙ্গে এসেছে যা একটি পার্মানেন্ট ম্যাগনেট মোটরকে শক্তি সরবরাহ করে৷। স্কুটারটি ৬ কিলোওয়াট ও ২২ এনএম টর্ক উৎপন্ন করে। প্রতিটি ব্যাটারির ক্ষমতা ১.৫ কিলোওয়াট। সম্পূর্ণ চার্জে ১০২ কিমি রেঞ্জ প্রদান করবে। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৮০ কিমি ও ৭.৩ সেকেন্ডে ০ কে ৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম। স্কুটারটির ওজন ১১৯ কেজি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন