অ্যামাজনে গত ১৩ জানুয়ারি শুরু হয়েছে গ্রেট রিপাবলিক ডে সেল। শীঘ্রই এই সেল শেষ হবে। এই সেলে অনেক স্মার্টফোন বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। কম দামি হোক বা প্রিমিয়াম সমস্ত ধরনের ফোন কম দামে কেনা যাবে। আমরা এই প্রতিবেদনে আমরা ১০,০০০ টাকারও কমে সেলে উপলব্ধ ডিভাইসগুলি সম্পর্কে আলোচনা করবো।
অ্যামাজন সেলে ১০ টাকার নীচে সেরা স্মার্টফোন ডিল
Redmi A4 5G
শাওমির এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এই সেলে ফোনটি ৮,৯৯৯ টাকায় কেনা যাবে।
Redmi 14C 5G
৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা রেডমি ১৪সি ৫জি ফোনটি ৯,৯৯৯ টাকায় কেনা যাবে।
itel ZENO 10
অ্যামাজন সেল চলাকালীন ক্রেতারা ৫,৬৯৯ টাকায় আইটেল ফোনটি কিনতে পারবেন। ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২ জিবি পর্যন্ত র্যাম সহ এসেছে।
Samsung Galaxy M05
স্যামসাং স্মার্টফোনটির দাম ৬,২৪৯ টাকা এবং এতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সিস্টেম বর্তমান। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
iQOO Z9 Lite 5G
বাজেট রেঞ্জে আসা ফোনে ৫০ মেগাপিক্সেল সনি এআই ক্যামেরা আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ব্যাঙ্ক অফারের পর ডিভাইসটি ৯,২৪৯ টাকায় কেনা যাবে।
Realme Narzo N61
নারজো লাইনআপের এই ফোনে আছে ৯০ হার্টজ ডিসপ্লে এবং আইপি৫৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। কুপন ডিসকাউন্ট সহ এটি ৬,৪৯৮ টাকায় পাওয়া যাচ্ছে।
Redmi 13C 5G
এই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ৬.৮৪ ইঞ্চি এলিসিডি ডিসপ্লে আছে। এই ফোনটি ৮,৯৯৯ টাকায় কেনা যাবে।