অটোকার

Hero Xtreme 250R: অসাধারণ ডিজাইনের দুর্ধর্ষ বাইক লঞ্চ করল হিরো, দাম জেনে নিন

Published on:

hero xtreme 250r launch price specs india bharat mobility global expo 2025

হিরো মটোকর্প দেশের বাজারে লঞ্চ করল একটি দুর্দান্ত নেকেড বাইক। ভারত মোবিলিটি এক্সপো চলাকালীন লঞ্চ করা হয়েছে Hero Xtreme 250R। বাইকের দাম শুরু হয়েছে ১.৮০ লাখ (এক্স-শোরুম) টাকা থেকে। এতদিন যাবৎ কোম্পানি বাজারে যত মডেল এনেছে তার মধ্যে সবথেকে শক্তিশালী বাইক হল এই Xtreme 250R।

Hero Xtreme 250R দুর্ধর্ষ লুকস সহ লঞ্চ হল

হিরো এক্সট্রিম ২৫০আর বাইকে রয়েছে একটি নতুন ২৫০ সিসি লিকুইড কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩০ হর্সপাওয়ার ক্ষমতা ও সর্বাধিক ২৫ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। উল্লেখ্য, এই ইঞ্জিনটি কারিশমার ২১০ সিসি ইঞ্জিন থেকে তৈরি। কোম্পানির দাবি, যে মোটরসাইকেলটি মাত্র ৩.২৫ সেকেন্ডের মধ্যে ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে।

WhatsApp Community Join Now

বাইকে স্টিল-ট্রেলিস ফ্রেম রয়েছে। হিরো এক্সট্রিম ২৫০আর-এর ডিজাইন অনেকটা স্ট্রিটফাইটারের মতো এবং আক্রমণাত্মক ফ্রন্ট ফ্যাসিয়া রয়েছে। লাইটিং সেটআপ সম্পূর্ণ LED, রয়েছে সোনালী ফিনিশে USD ফর্ক সাসপেনশন-সহ মসৃণ টার্ন ইন্ডিকেটর। পাশাপাশি মিলবে মাসকুলার ফুয়েল ট্যাংক, থ্রিডি লোগো, তীর-আকৃতির ট্যাংক এক্সটেনশন, যেখানে ‘R’ অক্ষরটি যুক্ত করা হয়েছে।

নতুন এক্সট্রিমে ফিচার্স দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজিক কন্ট্রোল ইত্যাদি। এছাড়া, ল্যাপ টাইমার এবং ড্র্যাগ টাইমারও রয়েছে। অন-বোর্ডে সুইচযোগ্য ABS সিস্টেমও আছে। আধুনিকতার দিক দিয়ে কোনও খামতি রাখা হয়নি বাইকে। Xtreme 250R তার সেগমেন্টে Suzuki Gixxer 250 ও Bajaj Pulsar N250 এর মতো বাইকগুলির সাথে বাজারে প্রতিযোগিতা করবে ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন