মোবাইল

কিনতে চান iPhone 17 Air বা Samsung Galaxy S25? এই বিষয়ে মাথায় না রাখলে পস্তাবেন

Published on:

Iphone 17 air Samsung Galaxy S25 less battery capacity can create problem for buyers

টেক দুনিয়ায় বহু প্রতীক্ষিত দুটি প্রোডাক্ট iPhone 17 Air এবং Samsung Galaxy S25 Slim। শীঘ্রই বাজারে লঞ্চ হবে দুই হাই-টেক স্মার্টফোন। যা কেনার জন্য অপেক্ষায় প্রচুর মানুষ। কিন্তু অনেকেই জানেন না, দুই ফোনেই থাকতে পারে একটি বড় সমস্যা, যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে।

আপনাদের জানিয়ে রাখি, এ বছর Apple এবং Samsung লঞ্চ করতে চলেছে আলট্রা থিন স্মার্টফোন, যথাক্রমে – iPhone 17 Air এবং Galaxy S25 Slim। ইতিমধ্যে দুই ফোনের ফিচার নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে একটি সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে সম্প্রতি। এই সমস্যাটি ব্যাটারি সম্পর্কিত। যেহেতু আকার পাতলা থাকবে দুই ফোনেই, তাই কেমন ব্যাটারি ব্যবহার করা হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

WhatsApp Community Join Now

লঞ্চ হতেই কিনে ফেলবেন না

টেক বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, লঞ্চ হতেই হামলে পড়বেন না। কারণ অতীতে এই ধরনের ফোনের ট্র্যাক রেকর্ড বেশ উত্তেজনাপূর্ণ। সোশ্যাল মিডিয়া ও টেক ইনফ্লুয়েন্সারদের প্ররোচনায় এটি এমন ভাবে উপস্থাপন করা হয়, যেন এটি লঞ্চ হতেই কিনে ফেলা উচিত।

ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয় ব্যাটারি। সেখানে যদি আপোস করা হয়, তাহলে আপনার টাকা মাটি হতে বেশি সময় লাগে না। ফোন পাতলা রাখার চক্করে ব্যাটারিতে আপোস করার বিষয়টি, সন্তুষ্টজনক নয় বলেই মনে করছেন অনেকে। তাই সেটি লঞ্চ হওয়ার পর কেমন পারফরম্যান্স করে তার রিভিউ যাচাই করে তবেই কেনা উচিত।

জানা গিয়েছে, iPhone 17 এবং Galaxy S25 Slim, দুই ফোনেই ৪,০০০mAh বা তার কম ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। অর্থাৎ ফোনের ব্যাটারি লাইফ অত্যন্ত কম পাওয়া যেতে পারে। একটা ফিচার সেরা করে তুলতে গিয়ে, অন্য ফিচারে ঘাটতি করতে পারে কোম্পানিগুলি। এই কারণে অতীতেও সমালোচনার মুখে পড়েছে অ্যাপল ও স্যামসাং।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন