অটোকার

ইয়ামাহার ল্যান্ডার বাইক ল্যান্ড করল ভারতে, শক্তিশালী 250 সিসি ইঞ্জিন সহ প্রচুর চমক

Published on:

yamaha-lander-250-dual-sport-auto-expo-2025-unveiled

জল্পনা সত্যি করে ভারত মোবিলিটি এক্সপো-তে আত্মপ্রকাশ করল Yamaha Lander 250। এটি একটি ডুয়াল স্পোর্টস মোটরসাইকেল যা বর্তমানে ব্রাজিলের বাজারে বিক্রি হয়। আগে ভারতের বাজারে ইয়ামাহার একমাত্র ২৫০ সিসি বাইক হিসাবে ছিল FZ25। কিন্তু কম বিক্রির জন্য মডেলটি বন্ধ হয়ে যায়। Lander 250-এর হাত ধরে ফের এই সেগমেন্টে প্রবেশ করতে পারে তারা। তবে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও মুখ খোলেনি জাপানি সংস্থাটি।

Yamaha Lander 250-এর ডিজাইন অনেকটা ডুয়াল স্পোর্ট ও অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মিশ্রণ। বাইকটির সামনে এলইডি হেডল্যাম্প রয়েছে। লুকস বলুন অথবা স্টাইলিং, ইয়ামাহার অন্যান্য মডেলের মতো বেশ অ্যাগ্রেসিভ এটি। অফ-রোডিং এর জন্য উপযুক্ত হার্ডওয়্যার মিলবে এই বাইকে।

WhatsApp Community Join Now

শুনলে অবাক হবেন যে Yamaha FZ25-এ উপস্থিত ২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত এই মোটরসাইকেল। ইয়ামাহা ল্যান্ডার ২৫০-এর আউটপুট ২০.৫ পিএস ও ২০.১ এনএম। সামনের টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক ইউনিট বর্তমান। সাসপেনশন দুটির ট্রাভেল যথাক্রমে ২২০ মিমি ও ২২০ মিমি।

গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৪০ মিমি হওয়ার কারণে অফ-রোডে চালানোর জন্য উপযুক্ত। তবে সিটের উচ্চতা ৮৭৫ মিমি হওয়ার ফলে খাটো রাইডারদের পা ঠেকাতে অসুবিধা হতে পারে। সেগমেন্টের অন্যান্য মডেলের মতো ল্যান্ডার ২৫০-এর উভয় দিকে ডিস্ক ব্রেক পাওয়া যাবে। বাইকটি ডুয়াল পারপাস টায়ারে দৌড়য়। সামনে ও পিছনে যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৮ ইঞ্চি স্পোক হুইল সেটআপ বর্তমান।

স্মার্টফোন কানেক্টিভিটি সহ এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল আছে Yamaha Lander 250-এ, যা স্পিড, ফুয়েল লেভেল, ট্রিপ, ওডোমিটার সহ বিভিন্ন রিডআউট অফার করবে। পাশাপাশি, ১২ ভোল্টের চার্জিং পয়েন্ট রয়েছে এতে। বাইকটি ভারতে লঞ্চ হলে দাম ১.৭০ লক্ষ (এক্স-শোরুম) টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন