মোবাইল

বাজারে ঝড় তুলবে Realme, এবার আনছে 80W চার্জিং ও 7,000mAh ব্যাটারির ফোন

Published on:

realme neo 7 se 3c certified 7000mah 80w fast charging details

প্রতি মাসে নতুন ফোন লঞ্চ করা অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়েলমি। গত ডিসেম্বরে চীনে Dimensity 9300+ প্রসেসর ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে Realme Neo 7 ঘোষণা করেছে সংস্থা। আবার চলতি মাসে Realme 14 Pro এবং Realme 14 Pro+ ভারত সহ গ্লোবাল মার্কেটে মুক্তি পেয়েছে। এবার Realme Neo 7 SE নামে আরেকটি নয়া মডেল আনছে তারা। এই স্মার্টফোনেও পাওয়ারফুল ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে।

রিপোর্ট বলছে, Realme Neo 7 SE-এর মডেল নম্বর হল RMX5080। চীনের TENAA সার্টিফিকেশন প্ল্যাটফর্ম অনুযায়ী, এতে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে। চীনেরই আরেক সার্টিফিকেশন সাইট 3C-তে ফোনটিকে VCB80ACH চার্জারের সঙ্গে দেখা গিয়েছে। এটি ইঙ্গিত করে যে, Neo 7 SE মডেলটি Neo 7-এর মতো ব্যাটারি এবং ফাস্ট চার্জিং স্পিড অফার করবে।

WhatsApp Community Join Now

Realme Neo 7 SE অন্যান্য স্পেসিফিকেশন

বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রিয়েলমি নিও ৭ এসই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ ১.৫কে রেজোলিউশনেল ওলেড ডিসপ্লে পাবে। ডাইমেনসিটি ৮৪০০ ম্যাক্স প্রসেসর চালিত এই ফোন ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। এতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর রিয়েলমি ইউআই ৬ সফটওয়্যার প্রি-লোড করা থাকবে।

সেলফির জন্য, রিয়েলমি নিও ৭ এসই-তে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। আর ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সনি আইএমএক্স৮৮২) এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। এছাড়া, নিরাপত্তার জন্য ফোনে অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আসা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন