মোবাইল

নিমেষে হবে ফোন ফুল চার্জ, Realme GT 7 বিশাল বড় ব্যাটারি ও ১২০ ওয়াট চার্জিং সহ বাজারে আসছে

Published on:

Realme gt 7 launch teaser will come soon after 3c certification

রিয়েলমি কয়েক মাস আগে প্রিমিয়াম রেঞ্জে Realme GT 7 Pro লঞ্চ করেছিল। এবার বেস মডেল GT 7 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। যদিও ডিভাইসটি ঠিক কবে বাজারে আসবে তা এখনও জানা যায়নি। তবে Mysmartprice সম্প্রতি চীনের সার্টিফিকেশন সাইট 3C-তে ডিভাইসটিকে খুঁজে পেয়েছে। এই লিস্টিং অনুযায়ী ফোনটির মডেল নম্বর RMX5090। লিস্টিং থেকে জানা গেছে, Realme GT 7 স্মার্টফোনে ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

রিয়েলমি জিটি ৭ আসছে ৬৩১০ এমএএইচ ব্যাটারির সাথে

3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, রিয়েলমি জিটি ৭ ডিভাইসটি ৫জি মোবাইল কানেক্টিভিটি সহ আসবে। কিছুদিন আগে টেনা সার্টিফিকেশন সাইটেও ফোনটি অন্তর্ভুক্ত হয়েছিল। এখান থেকে সামনে এসেছে যে হ্যান্ডসেটে ১.৫কে রেজোলিউশন এবং হাই-রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। ডিভাইসটি ৬৩১০ এমএএইচ ব্যাটারি সহ আসবে।

WhatsApp Community Join Now

৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে

ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৭ ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও দেওয়া হবে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরাও। একই সঙ্গে সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আর ডিভাইসের বাকি ফিচারগুলির কথা বললে, এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। কোম্পানি এই ফোনে ফেস আনলক ফিচার এবং ইনফ্রারেড সেন্সরও দিতে পারে। আশা করা হচ্ছে যে শীঘ্রই রিয়েলমি এই হ্যান্ডসেটটি টিজ করা শুরু করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন