দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হিসাবে বড় ঘোষণা করল এয়ারটেল। গ্রাহকদের খরচের কথা মাথায় রেখে বছরভর ভ্যালিডিটি-সহ নয়া রিচার্জ প্ল্যান আনল কোম্পানি। এই প্ল্যানে প্রতিদিন গড়ে খরচ ১০ টাকা। মিলবে ৩৬৫ দিন ভ্যালিডিটি এবং দৈনিক ২.৫ জিবি ডেটা। এই মুহূর্তে ৩৮ কোটি গ্রাহক রয়েছে এয়ারটেলের। জিওর ঘাড়ে নিশ্বাস ফেলছে এই কোম্পানি।
প্রতিযোগিতায় জমি শক্ত রাখতে একগুচ্ছ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বাজারে। যার মধ্যে একটি রিচার্জ প্ল্যান নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল। এটি একটি লম্বা মেয়াদের রিচার্জ। হিসাব করলে দেখা যায়, মাসে মাসে রিচার্জ করলে যে খরচ, তার তুলনায় এই রিচার্জে খরচ কিছুটা কম। পাশাপাশি বারবার রিচার্জ করার ঝঞ্ঝাট থেকেও মুক্তি পাওয়া যাবে।
Airtel এর ৩৯৯৯ টাকার প্ল্যান
এই প্ল্যানে একাধিক সুবিধা পাবেন। শুধু ডেটা, কলিং নয় সঙ্গে রয়েছে ওটিটি। প্ল্যানের ভ্যালিডিটি ১২ মাস বা ৩৬৫ দিন। বছরভর যেকোনো নেটওয়ার্কে কল করা যাবে, সঙ্গে মিলবে দৈনিক ১০০টি SMS। পাবেন প্রতিদিন ২.৫ জিবি ডেটা। মোট ৭৩০ জিবি ডেটা রয়েছে। যাদের উচ্চ ডেটার প্রয়োজন তারা এই প্ল্যান বিবেচনা করতে পারেন।
এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড ৫জি ডেটার অ্যাক্সেস। যারা বাড়ি বসে ওটিটি প্ল্যাটফর্মে বিনোদন পেতে পছন্দ করেন, তাদের জন্য রয়েছে এক বছরের Disney+Hotstar সাবস্ক্রিপশন। সেখানে অজস্র সিনেমা-সিরিজ উপভোগ করা যাবে। এছাড়াও, এয়ারটেল স্ট্রিম প্লে সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে। এই সকল সুবিধা একটি রিচার্জ প্ল্যানেই অফার করছে এয়ারটেল।
এটি আপনি অনলাইন, অফলাইন দু’জায়গা থেকেই রিচার্জ করতে পারবেন। তবে Disney+Hotstar এ লগইন করতে হয় রিচার্জ করা এয়ারটেলের মোবাইল নম্বর দিয়েই। অন্য নম্বর দিয়ে লগইন করলে সুবিধাটি পাওয়া যাবে না। বিশদে জানতে এয়ারটেলের সাইটে যোগাযোগ করতে পারেন।