সরকারী টেলিকম সংস্থা BSNL নতুন গ্রাহকদের টানতে বিভিন্ন ধরনের সস্তা প্ল্যান অফার করে। সংস্থার কাছে সবচেয়ে সস্তা একটি প্ল্যান আছে যেখানে দিনে ৫ টাকার কম খরচে ডেটা, কল, এসএমএস সুবিধা পাওয়া যাবে। বিএসএনএল এর এই প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন। এত কম খরচে, Jio, Airtel, Vi এর মতো কোনও বেসরকারি টেলিকম সংস্থা এই সুবিধা দেয় না।
BSNL এর এই প্ল্যানের দাম ৮৯৭ টাকা। এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ১৮০ দিনের প্ল্যান। অর্থাৎ BSNL-এর এই প্ল্যানে ৯০০ টাকার কম দামে ৬ মাস সিম সচল রাখা যাবে। আর ৮৯৭ টাকার প্ল্যানটি দেশের প্রতিটি সার্কেলের জন্য উপলব্ধ।
বিএসএনএল ৮৯৭ টাকার প্রিপেড প্ল্যানের সুবিধা
বিএসএনএলের ৮৯৭ টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা ১৮০ দিন। এই প্ল্যানে গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এর পাশাপাশি, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ৯০ জিবি ডেটা দেওয়া হয়। এই ৯০ জিবি ডেটা ব্যবহারের পর ইন্টারনেট স্পিড কমে ৫০ কেবিপিএসে নেমে আসবে।
জিও-র ২০২৫ টাকার প্ল্যান
বিএসএনএল এর পাশাপাশি জিও ২০০ দিনের একটি প্ল্যান এই মুহূর্তে অফার করে। যার দাম ২০২৫ টাকা। এই প্ল্যানটি জিও-র বিশেষ ‘নিউ ইয়ার ওয়েলকাম’ প্ল্যান, যা ৩১ জানুয়ারি পর্যন্ত উপলব্ধ। এখানে গ্রাহকরা রোজ ২.৫ জিবি ডেটা পাবে। অর্থাৎ ২০০ দিনে মোট ৫০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএসের সুবিধা পাবেন। সাথে জিও সিনেমা, জিও ক্লাউড এবং জিও টিভির সাবস্ক্রিপশন দেওয়া হবে।