মুখ্য সংবাদ

ডিজিটাল লেনদেনে আমূল বদল আনতে JioCoin লঞ্চ করল Reliance, বিনামূল্যে পেতে পারেন

Published on:

Reliance Jio launches jiocoin what is it how it works get free from jiosphere app

বিটকয়েন শুনেছেন অনেকেই, ক্রিপটোকারেন্সির মধ্যে এখন সবথেকে জনপ্রিয় সেটাই। এবার সেরকমই কিছুটা ধাঁচে জিও কয়েন আনল রিলায়েন্স। ব্লকচেইন ভিত্তিক একটি রিওয়ার্ড টোকেন হিসাবে কাজ করবে। এদিন এই কয়েনের বিটা পরীক্ষা শুরু করল কোম্পানি। ভারত তথা এশিয়ার অন্যতম ধনী মুকেশ আম্বানির মুকুটে এটি একটি পালক বলতে পারেন। এর আগে জিও নানা পরিষেবা এনেছে, তবে ব্লকচেইন ভিত্তিক কয়েন এই প্রথম।

JioCoin কী এবং কীভাবে কাজ করে?

সহজ ভাষায় বললে, জিও কয়েন একটি ক্যাশব্যাক হিসাবেও ধরতে পারেন। ব্লকচেইন পরিকাঠামোর ভিত্তিতে বানানো হয়েছে জিও কয়েন। পলিগন ল্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই কয়েন আনা হয়েছে। এটি পাওয়া যাবে JioSphere অ্যাপের মাধ্যমে। এটি একটি ওয়েব ব্রাউজার। বর্তমানে, রিওয়ার্ড টোকেন হিসাবে লঞ্চ করা হলেও, ভবিষ্যতে এটি কোন কোন কাজে লাগতে পারে তা এখনও অপষ্ট।

WhatsApp Community Join Now

অনেকের প্রশ্ন এটি পাবেন কীভাবে? আপনাদের জানিয়ে রাখি, JioSphere অ্যাপের মাধ্যমে বিনামূল্যে পেতে পারেন জিও কয়েন। ওই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাপ (যেমন- ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক) ব্রাউজিং, ই-কমার্স শপিং ইত্যাদি করলে আপনার ওয়ালেটে জিও কয়েন দেওয়া হবে।

তবে এর জন্য আপনার বয়স ১৮ হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং বৈধ জিও নম্বর থাকতে হবে। তাহলেই উক্ত অ্যাপে সাইন ইন করে বিনামূল্যে জিও কয়েন সংগ্রহ করতে পারবেন। এই মুহূর্তে বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে জিও কয়েন। শীঘ্রই সেটি সকলের জন্য উপলব্ধ করা হবে।

কোম্পানির আশা, জিও কয়েনের মাধ্যমে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জনসাধারণ আরও শিক্ষিত হবে। এবং, দেশের ক্রিপ্টো ইকোসিস্টেমকেও ত্বরান্বিত করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন