টেকনো তাদের সস্তা স্মার্টফোন Tecno Spark 30C 5G এর একটি নতুন ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে লঞ্চ করল। নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি র্যাম এবং স্টোরেজ অফার করবে। নয়া স্টোরেজ ভ্যারিয়েন্ট ৮ জিবি হার্ডওয়্যার এবং ৮ জিবি ভার্চুয়াল র্যাম অফার করবে, অর্থাৎ এতে মোট ১৬ জিবি র্যাম পাওয়া যাবে। এর আগে ডিভাইসটির ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। Tecno Spark 30C 5G ডিভাইসটিকে ‘৫জি কিং’ অ্যাখ্যা দিয়েছে কোম্পানি।
Tecno Spark 30C 5G এর দাম এবং কালার ভ্যারিয়েন্ট
টেকনো স্পার্ক ৩০সি ৫জি এর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টটি ২১ জানুয়ারি থেকে রিটেল স্টোর এবং ফ্লিপকার্টে ১২,৯৯৯ টাকায় কেনা হবে। ডিভাইসটি মিডনাইট শ্যাডো, অ্যাজিউর স্কাই এবং অরোরা ক্লাউড কালার অপশনে পাওয়া যাবে।
Tecno Spark 30C 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন
টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। স্মার্টফোনটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ডিভাইসটির পিছনে ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ বর্তমান। এর ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পাশাপাশি টেকনো স্পার্ক ৩০সি ৫জি হ্যান্ডসেটে ফেস আনলক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমসের মতো ফিচার আছে।
Tecno Spark 30C 5G ফোনে সেরা 5G কানেক্টিভিটি পাওয়া যাবে। এই ডিভাইসে ১০টি 5G ব্যান্ড এবং এনআরসিএ প্রযুক্তি উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশলাইটও রয়েছে। এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।