মোবাইল

দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ নানা চমক, মন জয় করতে আসছে Poco F7 Ultra

Published on:

poco-f7-ultra-rebadged-redmi-k80-pro-leaked-firmware-details

Poco F সিরিজের ফোনগুলি সাধারণত Redm K লাইনআপের রি-ব্র্যান্ডেড সংস্করণ হয়ে থাকে। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Poco F7 Ultra আসলে Redmi K80 Pro স্মার্টফোনের রি-ব্যাজড ভার্সন হিসাবে বাজারে আসবে। তবে গ্লোবাল মার্কেটের জন্য ফোনটির স্পেসিফিকেশন সামান্য মডিফাই করা হতে পারে।

91মোবাইলস ইন্দোনেশিয়ার প্রতিবেদন অনুযায়ী, Redmi K80 Pro-এর একটি ফার্মওয়্যার বিল্ডের মধ্যে “Poco F7 Ultra” নামের স্পষ্ট উল্লেখ করা হয়েছে। আবার অ্যান্ড্রয়েড ফার্মওয়্যার থেকে ফাঁস হওয়া কনফিগারেশন প্যারামিটারে স্পষ্টভাবে Poco F7 Ultra ব্র্যান্ডিং এবং মডেল নম্বর 24122RKC7G অন্তর্ভুক্ত রয়েছে।

WhatsApp Community Join Now

বর্তমানে চাইনিজ মার্কেটে এক্সক্লুসিভ Redmi K80 Pro যে আর্ন্তজাতিক বাজারে Poco F7 Ultra নামে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল, তা এখন সত্যি বলে নিশ্চিত করা যায়। যদিও মূল হার্ডওয়্যার সম্ভবত একই থাকবে, তবে রিজিওনের উপর নির্ভর করে স্পেসিফিকেশনে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

Poco F7 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোকো এফ৭ আল্ট্রা ২কে ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এটির পিক্সেল ডেনসিটি হবে ৫২০ পিপিআই। পিছনে গোল ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। ৫০ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সক্ষম প্রাইমারি ক্যামেরা ছাড়াও, ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ও ২.৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে।

এছাড়া, পোকো এফ৭ আল্ট্রা ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করবে। ডিভাইসে পাওয়ার সরবরাহ করবে একটি ৬,০০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি। এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন