অটোকার

মধ্যবিত্ত মানুষদের সুখবর দিল Honda, বেশ সস্তায় আধুনিক ফিচার্সের সঙ্গে লঞ্চ হল নতুন Livo

Published on:

2025 honda livo price launch new features digital instrument cluster

গত সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে ছবি রিলিজের পর আজ আনুষ্ঠানিকভাবে ভারতে 2025 Honda Livo লঞ্চ করল হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া। এই জনপ্রিয় কমিউটার বাইকের নতুন ভার্সনের দাম শুরু হচ্ছে ৮৩,০৮০ টাকা থেকে। নয়া সংস্করণে বাইকটির ইঞ্জিন OBD2B নীতি মেনে আপগ্রেড হয়েছে। বাইকটি দুই ভ্যারিয়েন্টে এসেছে। টপ মডেলে ডিস্ক ব্রেক এবং বেস মডেলে ড্রাম ব্রেক রয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে Honda Livo-তে যুক্ত হয়েছে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

2025 Honda Livo দাম ও কালার অপশন

২০২৫ হোন্ডা লিভো ড্রাম ও ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৮৩,০৮০ টাকা ও ৮৫,৮৭৮ টাকা (এক্স-শোরুম)। বাজারচলতি মডেলের তুলনায় যথাক্রমে ১৪২৯ টাকা ও ২২৭ টাকা বেশি খরচ হবে ক্রেতাদের। কমলা স্ট্রাইপের সাথে পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ব্লু স্ট্রাইপের সাথে পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল সাইরেন কালার অপশনে নতুন লিভো কেনা যাবে।

WhatsApp Community Join Now

2025 Honda Livo স্পেসিফিকেশন ও ফিচার্স

নতুন হোন্ডা লিভো বাইকে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে যা পুরনো ডিজি-অ্যানালগ ইউনিটকে রিপ্লেস করছে। এটি রিয়েল-টাইম মাইলেজ ইন্ডিকেটর সহ নানা রিডআউট অফার করবে। পাশাপাশি, আগের মতো সার্ভিস ডিউ ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সেন্সর থাকছে।

এই মোটরসাইকেলে ৭,৫০০ আরপিএমে ৮.৬৭ বিএইচপি এবং ৫,৫০০ আরপিএমে ৯.৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম ১০৯.৫১ সিসির ওবিডি-২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন বর্তমান। গিয়ার চারটি। হোন্ডা লিভোর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিজনে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আছে। সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেক পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন