টেলিকম

Reliance Jio-র ২৫০ টাকার কমে দুর্দান্ত দুই রিচার্জ প্ল্যান, ১০ টাকা বেশি খরচে ৬ দিন এক্সট্রা ভ্যালিডিটি

Published on:

Reliance Jio rs 239 vs rs 249 recharge plan benefits comparison

পরে এসেও Reliance Jio-র দখলে বর্তমানে টেলিকম বাজারের বৃহত্তম মার্কেট শেয়ার রয়েছে। মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটি তাদের গ্রাহকদের বিভিন্ন দামের একাধিক প্রিপেড প্ল্যান অফার করে। গত জুলাইয়ে প্ল্যানের দাম বাড়ানোর পরেও সংস্থাটি ২৫০ টাকার কমে বেশ কয়েকটি প্ল্যান রিচার্জ করার সুযোগ দিচ্ছে। এই প্রতিবেদনে আমরা দুটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করবো। এদের মধ্যে দামের পার্থক্য মাত্র ১০ টাকা। এরমধ্যে প্রথম প্ল্যানের দাম ২৩৯ টাকা, যেখানে মোট ৩৩ জিবি ডেটা পাওয়া যায়।

আর ১০ টাকা বেশি দিয়ে কেউ ২৪৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ২৮ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। স্বাভাবিকভাবেই আপনি অবাক হতে পারেন যে, বেশি দাম দিয়ে রিচার্জ করলেও কেন কম ডেটা পাওয়া যাচ্ছে। আসলে এদের মধ্যে বৈধতার ক্ষেত্রে পার্থক্য আছে। গ্রাহকরা মাত্র ১০ টাকা বেশি খরচ করে ৬ দিন বেশি ভ্যালিডিটি পাবেন। আসুন Jio-র দুই প্ল্যানের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।

WhatsApp Community Join Now

২৩৯ টাকার Jio রিচার্জ প্ল্যান

আপনার যদি দৈনিক ১.৫ জিবি পর্যন্ত ডেটা প্রয়োজন হয় তবে এই প্ল্যানটি বেছে নিতে পারেন। ২২ দিনের বৈধতা সহ আসা এই প্ল্যানে প্রত্যহ ১.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা আছে। এছাড়াও, ব্যবহারকারীরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এই ২২ দিনের জন্য জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমা ব্যবহার করা যাবে।

রিলায়েন্স জিও ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান

জিও-র এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এবং এখানে প্রতিদিন ১ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া সব নেটওয়ার্কেই করা যাবে আনলিমিটেড ভয়েস কলিং। ব্যবহারকারীরা এখানে রোজ ১০০ টি এসএমএস পাঠাতে পারবেন এবং জিও অ্যাপ (জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড) ব্যবহারের সুবিধা পাবেন।

মনে রাখবেন এই দুটি প্ল্যানেই আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা নেই। আপনি যদি আনলিমিটেড ৫জি ডেটা পেতে চান, তাহলে দৈনিক ২ জিবি ডেটা অফারকারী প্ল্যানগুলি রিচার্জ করতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন