মোবাইল

সেরা ক্যামেরা ও সেরা প্রসেসর নিয়ে আসছে Redmi K90 Pro, এই প্রথম প্রকাশ্যে ফিচার্স

Published on:

redmi-k90-pro-first-leak-50mp-periscope-camera-snapdragon-8-elite-2

২০২০ সালের মার্চে Redmi K30 Pro আত্মপ্রকাশ করেছিল বাজারে। তখন এটাই ছিল টেলিফটো ক্যামেরা যুক্ত কোম্পানির K সিরিজের প্রথম মডেল। আবার সাড়ে চার বছরের বেশি সময় পর, ২০২৪ সালের নভেম্বরে টেলিফটো ক্যামেরা সহ আরেকটি ফোন লঞ্চ করেছে তারা, যার নাম Redmi K80 Pro। জল্পনা শোনা যাচ্ছে যে, ইতিমধ্যেই ফোনটির আপগ্রেড ভার্সনের উপর কাজ শুরু হয়েছে। আপকামিং Redmi K90 Pro একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে, যা মোবাইল ফটোগ্রাফিকে নতুন স্তরে নিয়ে যাবে বলে দাবি করা হয়েছে।

Redmi K90 Pro স্পেসিফিকেশন

WhatsApp Community Join Now

চীনের বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো পোস্টে একটি পরিচিত ব্র্যান্ডের একটি সাব-সিরিজ ফোনের “প্রো” মডেল সম্পর্কে কথা বলেছে। যদিও স্পষ্টভাবে ডিভাইসটির নাম উল্লেখ করা হয়নি, কিন্তু কমেন্ট সেকশন দেখে অনুমান করা হচ্ছে যে সেখানে Redmi K90 Pro মডেলের কথাই বলা হয়েছে।

নতুন রিপোর্ট বলছে, Redmi K90 Pro স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। গত বছরের K80 Pro মডেলটির টেলিফটো ক্যামেরা ২.৫x অপটিক্যাল জুম এবং ৬০ মিমি ফোকাল লেংথ অফার করে। নতুন পেরিস্কোপ ক্যামেরা অন্তর্ভুক্তির ফলে K90 Pro উচ্চতর ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে লং-রেঞ্জ জুম শটের ক্ষেত্রে।

রেডমির এই নতুন প্রিমিয়াম ফোনে Snapdragon 8 Elite 2 প্রসেসর ব্যবহার হতে পারে, যা এই বছর অক্টোবরে রিলিজ হবে বলে শোনা যাচ্ছে। সামনে দিকে, ২কে রেজোলিউশন সহ ফ্ল্যাট ওলেড প্যানেল থাকবে। এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। ফোনটি নভেম্বরে আনুষ্ঠানিকভাবে চীনে লঞ্চ হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন