মোবাইল

চমকে দেবে iQOO-র নতুন ফোন, 7,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জের সঙ্গে লঞ্চ শীঘ্রই

Published on:

iqoo-z10-turbo-pro-7500mah-battery-90w-fast-charging

iQOO Z10 সিরিজ এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) চীনে লঞ্চ হতে পারে। এই লাইনআপে চারটি মডেল আসবে বলে আশা করা হচ্ছে — Z10x, Z10, Z10 Turbo এবং Z10 Turbo Pro। টার্বো ভ্যারিয়েন্টগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এই সিরিজের স্মার্টফোনগুলির ইউএসপি হবে প্রসেসর ও ব্যাটারি। একটি রিপোর্ট আইকোর আরও একটি আপকামিং হাই-পারফরম্যান্স ফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে জানা গিয়েছে যে, iQOO Z10 সিরিজে ডাইমেনসিটি এবং স্ন্যাপড্রাগন উভয় প্রসেসর ব্যবহার করা হবে। ব্যাটারি ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির আশেপাশে থাকতে পারে। সূত্রের দাবি, Z10 Pro ফোনটিতে Dimensity 8400 চিপ থাকবে, যেখানে Z10 Pro Turbo আসন্ন Snapdragon 8s Elite প্রসেসর সহ আসবে।

WhatsApp Community Join Now

ডিজিটাল চ্যাট স্টেশনের আগের একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্ট ইঙ্গিত দিয়েছিল, আইকোর একটি ফোন শক্তিশালী ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। লেটেস্ট পোস্টে বলা হয়েছে, আইকোর আরেকটি ফোন ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জিং কম্বিনেশন অফার করবে। দুর্দান্ত ডিসপ্লের জন্য ডিভাইসটিতে ওলেড প্যানেল ব্যবহারের সম্ভাবনা।

বর্তমান Z9 Turbo মডেলগুলির ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ থেকে ৬,৪০০ এমএএইচ। যে ভাবে স্মার্টফোন সংস্থাগুলি তাদের বিভিন্ন মডেলে হাই-এনার্জি ডেনসিটিযুক্ত সিলিকন ব্যাটারি দেওয়া শুরু করেছে, তাতে Z10 Turbo-র ব্যাটারির ক্ষমতা ৭,০০০ এমএএইচ ছাড়িয়ে যেতে পারে। ফলে টিপস্টারের ফাঁস করা ফোনগুলি iQOO Z10 Turbo মডেলের বলেই অনুমান করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন