মুখ্য সংবাদ

জিও ও স্টারলিংককে টক্কর, মহাকাশ ভিত্তিক স্যাটেলাইট পরিষেবা চালু করছে Airtel

Published on:

Airtel to launch satellite internet service before Starlink jio

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে দেশের মানুষ। কিছুদিন আগে শোনা যায়, স্টারলিংক, জিও এবং অ্যামাজন ভারতে শীঘ্রই স্যাটেলাইট পরিষেবা চালু করতে চলেছে। অপেক্ষা শুধু চূড়ান্ত অনুমোদনের। এবার সেই তালিকায় নাম লেখাল Airtel। এদিন কোম্পানির ভাইস চেয়ারম্যান রজন ভারতী মিওল জানান, এয়ারটেলের স্যাটেলাইট টেলিকম পরিষেবা শুরু হওয়ার জন্য প্রস্তুত। অপেক্ষা শুধু সরকারি অনুমতির।

জানা গিয়েছে, গুজরাত এবং তামিলনাড়ুতে অবস্থিত বেস স্টেশনগুলির কাজ শেষ করে ফেলেছে এয়ারটেল। এখন কেবল কার্যক্রম শুরু করার জন্য সবুজ সংকেতের অপেক্ষা করছে কোম্পানি। উৎক্ষেপণের সময়সীমা প্রসঙ্গে, রাজন বলেন, যে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার সাথে সাথে তারা ভারতে স্যাটেলাইট পরিষেবা চালু করতে প্রস্তুত।

WhatsApp Community Join Now

উল্লেখযোগ্য বিষয় হল, এয়ারটেল ইতিমধ্যেই ৬৩৫টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই মুহূর্তে বিভিন্ন আন্তর্জাতিক বাজারে উপস্থিতি সম্প্রসারণ করেছে কোম্পানি। মূল্য নির্ধারণের বিষয়েও মন্তব্য করেছেন রাজন। তাঁর ইঙ্গিত, যে তারা “সঠিক মূল্যে” প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা দেওয়ার পরিকল্পনা রেখেছে।

এয়ারটেলের এই পদক্ষেপ স্বাভাবিক ভাবেই স্টারলিংকের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। তাদের পরিকল্পনা আরও কঠিন করে তুলতে পারে। একদিকে জিও, অন্যদিকে এয়ারটেল, দুই দিক দিয়েই চাপে থাকতে পারে স্টারলিংক। পাশাপাশি, ইলন মাস্কের কোম্পানি কেমন দামে এই পরিষেবা আনবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যেখানে জিও এবং এয়ারটেল উভয় সংস্থার কাছেই ভারতীয় বাজারে দাম ও গ্রাহকদের ক্রয়ক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন