মুখ্য সংবাদ

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্মার্টফোন ও ট্যাবে ৭০% পর্যন্ত ছাড়, Vijay Sales এ পয়সা উসুল অফার

Published on:

Vijay Sales republic day sales discount offer 70 percent off on Smartphone tablets

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একাধিক ই-কমার্স কোম্পানি অফার ও ছাড় দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম Vijay Sales। এই কোম্পানি জানিয়েছে, একাধিক পণ্যে ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ আসল দামের অর্ধেক দামে কিনতে পারবেন পণ্যগুলি। ১৮ জানুয়ারি থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই অফার। সীমিত সময়ের জন্য এই ছাড়গুলি পাওয়া যাবে।

স্মার্টফোন ও ট্যাবে দারুন ছাড়

WhatsApp Community Join Now

স্মার্টফোন ও ট্যাব কেনার প্ল্যান থাকলে এটাই সেরা সুযোগ। রিপাবলিক ডে সেল চলাকালীন Vijay Sales প্ল্যাটফর্মে iPhone ১৫ পাওয়া যাবে ৫৭,৯৯০ টাকায়। iPhone ১৬ পাওয়া যাবে মাত্র ৬৯,৪৯০ টাকায়। প্রিমিয়াম স্মার্টফোন ছাড়াও বাজেট স্মার্টফোনেও রয়েছে অফার।

দাম শুরু নূন্যতম ৭,৪৯৯ টাকা থেকে। ৫জি স্মার্টফোন পাওয়া যাবে সবথেকে কম দাম ৯,৯৯০ টাকায়। আইফোন ও ট্যাবের উপর ছাড় থাকবে ৪০% পর্যন্ত।

টেলিভিশন ও অন্যান্য পণ্য

টেলিভিশনের দাম শুরু ৭,৪৯০ টাকা থেকে। সাউন্ড বার ও হোম থিয়েটারের উপর রয়েছে ৬০% পর্যন্ত ছাড়। অন্যদিকে, ৪০% পর্যন্ত ছাড়ে কেনা যাবে প্রিমিয়াম স্পিকার। এছাড়াও, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স-এর উপরও রয়েছে ৪০% ও ৬০% পর্যন্ত ছাড়।

মাইক্রোওয়েভের দাম শুরু ৫,৯৯০ টাকা থেকে। এয়ার ফায়ারের দাম শুরু ৩,৫৯৯ টাকা থেকে। OTG পাওয়া যাবে ৪,৯৯৯ টাকায়। অপরদিকে, TWS ইয়ারবাড ও স্মার্টওয়াচের দাম শুরু ৮৯৯ টাকা থেকে। গ্রূমিং, ট্রিমার কিনতে পারবেন ৪৯৯ টাকায়। এই সমস্ত পণ্য ছাড়াও আরও একাধিক ডিভাইসে রয়েছে অফার, সঙ্গে বাড়তি ছাড় হিসাবে মিলবে ব্যাঙ্ক অফারও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন